পুলিশের লুট হওয়া অস্ত্র মঙ্গলবারের মধ্যে জমার নির্দেশ


পুলিশের লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ আগামীকাল মঙ্গলবারের (৩ সেপ্টেম্বর) মধ্যে জমা দেয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স।
আজ সোমবার (২ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়েছে।
সম্প্রতি বাংলাদেশ পুলিশের বিভিন্ন থানা, ইউনিট ও কর্তব্যস্থল থেকে অস্ত্র ও গোলাবারুদ লুটপাটের ঘটনা ঘটেছে।
পুলিশের লুট হওয়া কিছু অস্ত্র ও গোলাবারুদ ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে। লুণ্ঠিত অবশিষ্ট অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে।
কোনো ব্যক্তির কাছে এ ধরনের অস্ত্র ও গোলাবারুদ রক্ষিত থাকলে ৩ সেপ্টেম্বরের মধ্যে নিকটস্থ থানায় জমা দেয়ার জন্য অনুরোধ করেছে পুলিশ। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার কথা বলেছে পুলিশ।
পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, গতকাল রোববার পর্যন্ত ৩ হাজার ৮৮০টি বিভিন্ন ধরনের অস্ত্র, ২ লাখ ৮৬ হাজার ৩৫৩টি গুলি, ২২ হাজার ২০১টি কাঁদানে গ্যাসের শেল এবং ২ হাজার ১৩৯টি সাউন্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও প্রাণহানি ঘটে। শেষ তিন দিন (শেখ হাসিনার সরকার ক্ষমতা ছাড়ার আগে-পরে) থানা, ফাঁড়িসহ পুলিশের বেশ কিছু স্থাপনায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। অনেক জায়গায় অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম ও নথি লুট হয়।
এসব ঘটনায় পুলিশের প্রায় সব ধরনের কার্যক্রম বন্ধ হয়ে যায়। থানার নিরাপত্তায় সেনাবাহিনী মোতায়েন করা হয়। পুলিশ সদর দপ্তরের তথ্যমতে, ১৫ আগস্ট থেকে সব থানায় কার্যক্রম চালু হয়। ধীরে ধীরে উদ্ধার হচ্ছে পুলিশের লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ।