বগুড়ায় যৌথবাহিনীর অভিযানে বন্দুকসহ ৬৬৩ রাউন্ড কার্তুজ উদ্ধার

আপডেট: September 7, 2024 |
inbound8177389668724994406
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় যৌথবাহিনির অভিযানে ৬৬৩ রাউন্ড কার্তুজসহ একটি একনলা বন্দুক উদ্ধার করা হয়েছে।

০৫ সেপ্টেম্বর (শুক্রবার) রাতে বগুড়া জেলা শহরের সূত্রাপুর এলাকায় নূরুল আলম টুটুলের বাড়িতে যৌথবাহিনি তল্লাশী অভিযান চালিয়ে এ অস্ত্র উদ্ধার করে।

এসময় ৬৬৩ রাউন্ড কার্তুজ পাওয়া যায়। এঘনায় বাড়ির মালিক নুরুল আলম টুটুল পালাতক থাকায় তাকে আটক করা যায়নি। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইহান ওলিউল্লাহ।

ওসি সাইহান ওলিউল্লাহ জানান, শুক্রবার রাতে বগুড়া পলিটিকনিক ক্যাম্পের ক্যাপ্টেন সাদী নাঈম এর নেতৃত্বে একটি টহল দল লাইসেন্সকৃত অস্ত্র নিদিষ্ট সময় অতিবাহিত হওয়ায় জমা না দেওয়ায় অভিযানে নামে।

অস্ত্র উদ্ধার অভিযানকালে শহরের সূত্রাপুর এলাকার নুরুল আলম টুটুলের বাড়িতে তল্লাশী চালিয়ে একনলা একটি বন্দুক এবং ৬৬৩ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, অভিযানের সময় টুটুল পালাতক ছিলেন। তার বিরুদ্ধে বগুড়া সদর থানায় অস্ত্র মামলা করা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর