ডিআইইউ সিভিল ইঞ্জিনিয়ারিং ক্লাবের নতুন কমিটি গঠন

আপডেট: September 7, 2024 |
inbound8326128508449551764
print news

কালাম মুহাম্মদ, ডিআইইউ প্রতিনিধি: দীর্ঘদিন বন্ধ থাকার পর জমকালো আয়োজনের মধ্য দিয়ে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের অডিটোরিয়ামের ২০২৪ সেশনের সিভিল ইঞ্জিনিয়ারিং ক্লাবের কমিটির ঘোষণা করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক এস এম সাজ্জাদ হোসেন শোভন এই কমিটি ঘোষণা করে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়টির উপ-উপাচার্য ড. গণেশ চন্দ্র সাহা।

তিনি ক্লাবের সদস্যদের প্রতি শুভ কামনা জানিয়ে বলেন, সিভিল ইঞ্জিনিয়ারিং ক্লাব ভালো কিছু করবে।

সৃজনশীল কর্মকান্ডের মাধ্যমে সমাজকে আলোকিত করতে ভবিষ্যতে নানামুখী অনুষ্ঠানের আয়োজন করবে ক্লাবটি এবং আগামি দিনে মুগ্ধতার ছাপ রাখবে- এমনটা প্রত্যাশা আমার।

এসময় আরও উপস্থিত ছিলেন, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের কো-অর্ডিনেটর ওমর ফারুকসহ বিভাগের সকল শিক্ষকবৃন্দ।

Share Now

এই বিভাগের আরও খবর