প্রবীণ সাংবাদিক শফিক রেহমান বিএসএমএমইউ হাসপাতালে ভর্তি

আপডেট: September 11, 2024 |
inbound752825901495402459
print news

প্রবীণ সাংবাদিক শফিক রেহমান অসুস্থ হয়ে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি ডায়াবেটিকস, পারকিনসনিজম, আর্থ্রাইটিস, স্পনডিওলাইসিস রোগে ভুগছেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে তাকে হাসপাতালে দেখতে যান দলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম। তিনি তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন।

ডা. রফিকুল ইসলাম জানান, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে পাঠিয়েছেন। সাংবাদিক শফিক রেহমানের অসুস্থতার খবর পেয়ে তাঁর স্বাস্থ্যের খোঁজ খবর নিতে আমাকে পাঠিয়েছেন। তার স্ত্রীর সাথে কথা হয়েছে। তারেক রহমান তার আশু রোগমুক্তি কামনা করেন।

প্রসঙ্গত, ২০১৫ সালের ৩ আগস্ট পল্টন থানায় পুলিশের একজন কর্মকর্তার করা মামলায় ২০১৬ সালের ১৬ এপ্রিল গ্রেপ্তার হয়েছিলেন শফিক রেহমান।

পরে জামিনে মুক্তি পেয়ে দেশ ছেড়ে চলে যেতে হয় তাকে। দীর্ঘ ছয় বছর পর যুক্তরাজ্য থেকে গত ১৮ আগস্ট দেশে ফেরেন প্রবীণ সাংবাদিক শফিক রেহমান।

Share Now

এই বিভাগের আরও খবর