এক সঙ্গে পাঁচ পুত্র সন্তানের জন্ম দিলেন নওগাঁর মেরিনা

আপডেট: September 12, 2024 |
inbound602186532143140983
print news

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিলেন এক মা। সিজারিয়ান অপারেশনের মাধ্যমে জন্ম নেয়া পাঁচ নবজাতক সুস্থ রয়েছে।

বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে হাসপাতালের প্রসূতি ও গাইনি ওয়ার্ডে সন্তান প্রসব করেন ওই নারী।

খবর পেয়ে জন্ম নেয়া পাঁচ সন্তান দেখতে হাসপাতালের অন্যান্য রোগী ও স্বজনরা ওই ওয়ার্ডে ভিড় করতে থাকেন।

বড় মেয়ের বয়স ১৪, আর ছোটটির বয়স ১১। এবার মেরিনা খাতুন একসঙ্গে ৫ ছেলে সন্তানের মা হয়েছেন। বুধবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারে ৫টি সন্তান প্রসব করেন তিনি।

মেরিনা খাতুনের পরিবারের সদস্যরা জানান, তারা আগে থেকেই তিনটি বাচ্চা হবে জানতেন। মঙ্গলবার তার প্রসব বেদনা ওঠে। পরে নওগাঁ থেকে প্রসূতিকে রাজশাহীর ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন তারা।

এখানকার চিকিৎসকেরা পরীক্ষা নিরীক্ষার পর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন। এরপর রাতেই তাকে এই হাসপাতালে পাঠানো হয়। বুধবার দুপুরে অস্ত্রোপচারের পর একে একে পাঁচটি সন্তান হওয়ায় অবাক সবাই।

হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস জানান, ‘ভর্তির পর অস্ত্রোপচার করে বাচ্চাগুলোর জন্ম হয়। এদের মধ্যে একটির ওজন ১ কেজি, দুটির ১ কেজি ৩০০ গ্রাম করে এবং দুটির ১ কেজি ২০০ গ্রাম করে। বর্তমানে মা ও নবজাতকেরা সুস্থ আছে।’

মেরিনা খাতুন বর্তমানে হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন। তিনি নওগাঁর বদলগাছি উপজেলার শ্রীরামপুর গ্রামের বাসিন্দা। তার স্বামী আব্দুল মজিদ মালয়েশিয়া প্রবাসী।

Share Now

এই বিভাগের আরও খবর