আ: লীগের আমলের প্রতিটি গুম খুনের বিচার করতে হবে: মঈন খান

আপডেট: September 17, 2024 |
inbound5932717986084206991
print news

অন্তবর্তীকালীন সরকার সব সংস্কার করতে পারে না উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেছেন রাজনৈতিক দল তাদের (সরকার) সম্পূর্ণ সমর্থন দিয়েছে। সংস্কার শেষে তাদেরকে নির্বাচন দিতে হবে। আওয়ামী লীগের আমলের প্রতিটি গুম খুনের বিচার করতে হবে।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় অফিসের সামনে ‘বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে’ বিএনপির আয়োজিত এক গণসমাবেশে তিনি এ মন্তব্য করেন।

মঈন খান বলেন, বাংলাদেশ মুক্তিকামী ছাত জনতা যে ইতিহাস সৃষ্টি করেছে তা বিশ্বে ইতিহাস সৃষ্টি হয়েছে। বিএনপি নেতাকর্মীরা জীবন বাজি রেখে শেখ হাসিনাকে পতন ঘটনোর সূত্রপাত করেছিল।

আর শেষ পর্যায়ে এসে ছাত্রজনতার আন্দোলনে আগ্নেয়গিরি মতো খুনী হাসিনা সরকার ফেসে গেছে। এটা ইতিহাসে লিপিবদ্ধ হয়ে থাকবে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সভাপতিত্ব করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সঞ্চালনা করছেন বিএনপি’র প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু ও ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ সদস্য সচিব আমিনুল হক, তানভীর আহমেদ রবিন।

সমাবেশে আরো বক্তব্য রাখেন বিএনপি স্থায়ী কমিটি সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, অধ্যাপক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নাল আবেদীন, আসাদুজ্জামান রিপন, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবি উন নবী খান সোহেল প্রমুখ।

Share Now

এই বিভাগের আরও খবর