বগুড়ায় পাঁচ থানায় নতুন ওসি

আপডেট: September 21, 2024 |
inbound4506564192613973792
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার ৫ থানায় নতুত অফিসার ইনচার্জ(ওসি) নিয়োগ দেওয়া হয়েছে।

২০ সেপ্টেম্বর (শুক্রবার) রাতে বগুড়া জেলা পুলিশ সুপার জেদান আল মুসা এর স্বাক্ষরিত এক অফিস আদেশে এ ব্যাপারে জানানো হয়।

অফিস আদেশ অনুযায়ী, বগুড়া পুলিশ অফিসের ইন্সপেক্টর আব্দুল হান্নানকে শিবগঞ্জ থানার ওসি,বগুড়ার ডিএসবির ডিআইও (৩) ইন্সপেক্টর মাইদুল আলমকে ধনুট থানার ওসি,বগুড়া ছিলিমপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিলাদুন নবীকে সোনাতলা থানার ওসি, সারিয়াকান্দি থানার ইন্সপেক্টর(তদন্ত) জামিরুন ইসলামকে সারিয়াকান্দি থানার ওসি এবং বগুড়া পুলিশ অফিসের ইন্সপেক্টর ফরিদুল ইসলামকে দুপচাঁচিয়া থানার ওসির দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওস) আব্দুর রউফ ও ইন্সপেক্টর (তদন্ত) জিল্লুর রহমানকে বগুড়া পুলিশ অফিসে এবং আদমদীঘি থানার ইন্সপেক্টর(তদন্ত) এ কে এম মাঈনুদ্দীনকে বগুড়া সরদ থানার ইন্সপেক্টর(তদন্ত) হিসাবে বদলি করা হয়েছে।

এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়।

Share Now

এই বিভাগের আরও খবর