ডিআইইউতে কাওয়ালী ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

আপডেট: September 23, 2024 |
inbound1455712135777138858
print news

কালাম মুহাম্মদ, ডিআইইউ প্রতিনিধি: ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) শিক্ষার্থীদের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে কাওয়ালী ও সাংস্কৃতিক সন্ধ্যা।

রবিবার (২২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠানটি বিকেলে কোরআন তেলওয়াতের মধ্যে দিয়ে শুরু হয়ে চলে রাত সাড়ে ৯ টা পর্যন্ত।

কাওয়ালী সন্ধ্যায় সংগীত পরিবেশনা করেন সাইমুম শিল্পী গোষ্ঠী এবং পাশাপাশি সংগীত পরিবেশন করেন জনপ্রিয় কাওয়ালী শিল্পী গোষ্ঠী কলরব।

inbound5537597002672438895

এসময় দেশাত্মবোধক গান, হামদ, নাত ও বিভিন্ন ধরনের দ্রোহের গানও পরিবেশন করা হয়। এতে বাংলা, আরবি, উর্দু ও হিন্দি ভাষার জনপ্রিয় কাওয়ালি পরিবেশন করেন শিল্পীরা। এসময় বিশ্ববিদ্যালয়ের অসংখ্য শিক্ষার্থী কাওয়ালী সন্ধ্যায় অংশগ্রহণ করেন।

আয়োজন উপভোগ করতে আসা শিক্ষার্থীরা বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে এমন অনুষ্ঠান এবারই প্রথম। অনেক ভালো লেগেছে আশা করবো প্রতি বছরই যেন এমন অনুষ্ঠান করা হয়।

inbound3352445658915294421

আয়োজকদের একজন মোঃ মুহতাসিম ফুয়াদ। তিনি বলেন, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ভিন্ন ধর্মী এই আয়োজন এবার প্রথম।

প্রচুর দর্শকদের উপস্থিতি আমাদের আয়োজনকে আরো প্রাণবন্ত করে তুলেছে। ভবিষ্যতে এ ধরণের আয়োজন আরো বড় পরিসরে করার চিন্তা রয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর