জয়পুরহাটে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

আপডেট: September 25, 2024 |
inbound3066823489258000392
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ আসন্ন শারদীয় দূর্গাপূজা শান্তিপূর্ণ পরিবেশে পালনের লক্ষ্যে জয়পুরহাটে জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা ১২ টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মহীউদ্দিন জাহাঙ্গীর’ র  সভাপতিত্বে বক্তব্য দেন  জয়পুরহাট সেনাক্যাম্পের মেজর রেজা আহমেদ,  পুলিশ সুপার মুহম্মদ  আবদুল ওয়াহাব, অতিরিক্ত জেলা প্রশাসক বিপুল কুমার সরকার,  সিভিল সার্জন ডাঃ রুহুল আমিন, সদর উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এ্যাড: হৃষিকেশ সরকার, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক এ্যাড: নন্দকিশোর আগরওয়ালা, সাবেক সভাপতি শ্যামল সাহা প্রমূখ।

জেলা প্রশাসক জানান, জয়পুরহাট জেলায় এবার ২শ ৮৯ টি মন্ডপে দূর্গাপূজা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

দুর্গোৎসব যেন সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠিত হয় সেজন্য  জেলার সব মন্দিরে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর