সৌদিতে এসি বিস্ফোরণে বাংলাদেশি নিহত

আপডেট: September 27, 2024 |
inbound4190641786211515086
print news

সৌদি আরবে নিজ বাসায় এসি বিস্ফোরণে আব্দুল সামাদ নামে বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) সৌদির স্থানীয় সময় দুপুরে সামাদের রুমে এ বিস্ফোরণ ঘটে।

 

নিহত আব্দুল সামাদ কিশোরগঞ্জের হোসেনপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কাদির মিয়ার ছেলে।

স্থানীয় হোসেনপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর মো. কাজল মিয়া বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, জীবিকার তাগিদে পরিবারের একমাত্র ছেলে আব্দুল সামাদ সৌদি আরবে পাড়ি দেন। সেখানে ভালোভাবেই চলছিল সামাদের প্রবাস জীবন।

বুধবার সকালে তার রুমে থাকা এসিটি বিস্ফোরণ ঘটে, এতে তিনি আগুনে দগ্ধ হয়ে মারা যান। পরে সেখান থেকে সামাদের মৃত্যুর খবর বাংলাদেশে গ্রামের বাড়িতে জানানো হয়। এ খবর জানার পর থেকে পারিবারে চলছে মাতম।

নিহতের পরিবার ও এলাকাবাসী জানান, সামাদ খুব ভালো এবং পরিশ্রমী ছিল। সংসারের একমাত্র ছোলে সে। পরিবারের সুখ ও জীবিকার তাগিদে আব্দুল সামাদ সৌদি আরবে পাড়ি দেন।

সেখানে ভালোভাবেই চলছিল সামাদের প্রবাস জীবন। বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে তার রুমে থাকা এসিটি বিস্ফোরণ ঘটে, এতে তিনি আগুনে দগ্ধ হয়ে মারা যান।

Share Now

এই বিভাগের আরও খবর