জয়পুরহাটে ইসলামী ব্যাংক’র উদ্যোগে গ্রাহক ও সুধীজনদের নিয়ে মতবিনিময় সভা

আপডেট: September 27, 2024 |
inbound5064875722748463134
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ “গ্রাহক আস্থায় ফিরবে দিন, দেশ গড়ায় অংশ নিন” এই প্রতিপাদ্য নিয়ে গ্রাহক সেবা মাস উপলক্ষে জয়পুরহাটে ইসলামী ব্যাংক এর উদ্যোগে  বিশিষ্ট ব্যাংক গ্রাহক ও সুধীজনদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

ইসলামী ব্যাংক জয়পুরহাট শাখার এভিপি ও ব্যবস্থাপক মো: হাবিবুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও  জয়পুরহাট জেলা আমীর ডা: ফজলুর রহমান সাঈদ।

বিশেষ অতিথি’র বক্তব্য দেন জয়পুরহাট সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রসেফর মো: আবু বক্কর সিদ্দিক, জয়পুরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি বিশিষ্ট শিল্পপতি সিআইপি আনোয়ারুল হক আনু, জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. রফিকুল ইসলাম তালুকদার তরুন।

ব্যাংক অফিসার শামিম আকন্দ এর পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্যদেন পূরবী এগ্রো ইন্ডা লি: এর ব্যবস্থাপনা পরিচালক মাহমুদুল হাসান, বিশিষ্ট গ্রাহক ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হাসিবুল আলম লিটন, ব্যাংকের বিনিয়োগ কর্মকর্তা মোক্তার উজ্জামান প্রমুখ।

Share Now

এই বিভাগের আরও খবর