মিয়ানমারে কারাভোগ শেষে দেশে ফিরছেন ৮৫ বাংলাদেশি

আপডেট: September 28, 2024 |
inbound5297216560729056885
print news

মিয়ানমারে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে আজ শনিবার দেশের পথে আরও ৮৫ বাংলাদেশি। শনিবার (২৮ সেপ্টেম্বর) সিতওয়ে বন্দর থেকে তারা বাংলাদেশের উদ্দেশে রওনা হন।

সব ঠিক থাকলে রোববার (২৯ সেপ্টেম্বর) ভোরেই দেশে পৌঁছাবে তারা।

 

ইয়াঙ্গুনে বাংলাদেশ দূতাবাসের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মিয়ানমারের নৌবাহিনীর জাহাজ ‘ইউএমএস চিন ডুইন’ প্রত্যাগত বাংলাদেশিদের বহন করছে।

তাদের মধ্যে ৫৬ জনের বাড়ি কক্সবাজার, নারায়ণগঞ্জ ও নরসিংদী জেলায়। বাকিরা বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, নোয়াখালী ও ঢাকা জেলার।

দেশে ফেরত আসা এসব বাংলাদেশিদের মধ্যে ২৬ জন মিয়ানমারের মলামাইন কারাগারে, ১৬ জন পাথেইন কারাগারে, ৩ জন চকমারউ কারাগারে এবং বাকিরা রাখাইনের বিভিন্ন কারাগারে ছিলেন।

Share Now

এই বিভাগের আরও খবর