হাতীবান্ধা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৩

আপডেট: October 3, 2024 |
inbound7200037370509371015
print news

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন মিরু ও ছাত্রলীগ নেতা জাহিদুল ইসলাম জাহিদসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৩ অক্টোবর) দিবাগত রাতে হাতীবান্ধা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন মিরুকে হাতীবান্ধা তেল পাম্প এলাকা থেকে ও ভেলাগুড়ি ইউনিয়ন ছাত্রলীগ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদকে দইখাওয়া বাজার এলাকা থেকে আটক করে পুলিশ।

একই সাথে সফিকুল ইসলাম নামে এক যুবলীগ কর্মীকে আটক করে।

জানা গেছে, লালমনিরহাটের মহেন্দ্রনগরের বুড়িরবাজার বিএনপির পার্টি অফিস ভাঙচুর মামলায় হাতীবান্ধা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন মিরু ও ছাত্রলীগ নেতা জাহিদুল ইসলাম জাহিদ ও সাবেক যুবলীগ নেতা সফিকুলকে গ্রেপ্তার দেখানো হয়।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন্নবী এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

Share Now

এই বিভাগের আরও খবর