হাতিবান্ধায় পূজা মন্ডপ পরিদর্শনে বিজিবি’র সেক্টর কমান্ডার

আপডেট: October 4, 2024 |
inbound4658843795088241733
print news

হাতীবান্ধা প্রতিনিধি: লালমনিরহাট জেলার সীমান্তবর্তী হাতিবান্ধা ও পাটগ্রাম উপজেলায় তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) এর অধিনস্থ বিওপি সমূহের বিভিন্ন পূজা মন্ডপের নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শন করেন বিজিবির রংপুর সেক্টর কমান্ডার কর্ণেল মামুনূর রশীদ।

বৃহস্পতিবার রাতে হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুম।

বিজিবির রংপুর সেক্টর কমান্ডার কর্ণেল মামুনূর রশীদ বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনের সময় পূজা উৎযাপন কমিটির সদস্যদের সাথে কুশলাদি বিনিময় করেন।

এ সময় তিনি পূজায় নিরাপত্তায় নিয়োজিত পুলিশ ও আনসার সদস্যদের নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।

এছাড়াও বিজিবি সীমান্তের ০৮ কিঃ মিঃ এর মধ্যে পরিচালিত সকল পূজা মন্ডপে সার্বক্ষনিক মোবাইল ষ্ট্রাইকিং ফোর্স হিসেবে নিরাপত্তায় নিয়োজিত থাকবে বলে পূজা মন্ডপের সাথে সংশ্লিস্টদের আশ্বাস প্রদান করেন এবং নিবিঘ্নে তাদের পূজার সকল কার্যক্রম পরিচালনার জন্য বলেন।

Share Now

এই বিভাগের আরও খবর