চট্টগ্রামে অভিনব পন্থায় বাইক নিয়ে পালিয়ে গেল চোর

আপডেট: October 5, 2024 |
inbound2463452062625837013
print news

মোহাম্মদ রেজাউল করিম, চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রামে অভিনব পন্থায় বাইক চুরির ঘটনা ঘটেছে। শখের একটি বাইক কিনতে এসেছিলেন তাঁরা স্বামী স্বামী দুজনে মিলে।

কিনতে এসে বেশ পছন্দ হয়ে গেলো বাইকটি, কি আর করা গাড়িটি টেস্ট ড্রাইভ করার কথা বলে টাকার পরিবর্তে স্ত্রীকে রেখে পালিয়ে গেলেন স্বামী।

শুক্রবার (০৪ অক্টোবর) পূর্ব নির্ধারিত সময় সন্ধ্যা সাড়ে ৭টার সময় চট্টগ্রামের হাটহাজারী থানাধীন কুয়াইশ বুড়িশ্চর এলাকার মৌলানা জহুর আহমেদ এর বাড়িতে এ ঘটনা ঘটে।

গাড়ির বিক্রেতা সৈয়দ মো.আবুল জাহেদ জানান রমজান আলী নামের এক ব্যক্তি গতকাল (শুক্রবার) সস্ত্রীক আমাদের বাড়িতে আসেন।

গাড়িটি দেখে তাঁর পছন্দ হলে সে টেস্ট ড্রাইভের কথা বলে গাড়ি টি কতদূর চালিয়ে গিয়ে তার পরে থামেন, এ সময় তার স্ত্রী দৌড়ে গিয়ে গাড়িতে উঠতে চাইলে আমাদের সন্দেহ হয়।

তখন আমরা মহিলার গতিরোধ করলে ঐ ব্যক্তি আমার (পালসার N160) গাড়িটি নিয়ে দ্রুত পালিয়ে যায়।

inbound1600632119612051411

এর পর ঐ মহিলার সাথে কথা বললে সে জানায় পালিয়ে যাওয়া ঐ ব্যক্তি তাঁর স্বামী নয়। মহিলার আসল নাম শিপ্রা রাণী সে ইপিজেড এলাকার একটি গার্মেন্টসে চাকরি করে এবং পালিয়ে যাওয়া ঐ ব্যক্তি তাঁর বন্ধু।

এই ধরনের প্রতারণার ঘটনায় এলাকায় জনমনে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ভুক্তভোগী সৈয়দ মো.আবুল জাহেদ জানান এ ব্যপারে তিনি আইনের আশ্রয় নেবেন।

Share Now

এই বিভাগের আরও খবর