পীরগঞ্জে পুকুরের পানিতে ডুবে আপন চাচাতো ভাই বোনের মৃত্যু

আপডেট: October 6, 2024 |
inbound1905145405898817593
print news

জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পুকুরের পানিতে ডুবে সাফা (৫) ও সাফিয়া (৩) নামের আপন দুই চাচাতো ভাই বোনের মৃত্যু হয়েছে।

৬ অক্টোবর (রবিবার) সকালে উপজেলার ১ নং ভোমরাদহ ইউনিয়নের কুশারগাঁও নামক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দুই শিশু ঐ এলাকার দেলোয়ার হোসেনের ছেলে সাফা ও সুমনের মেয়ে সাফিয়া। দেলোয়ার ও সুমন তারা আপন ভাই।

পরিবারের বরাত দিয়ে স্হানিয় ইউপি চেয়ারম্যান হিটলার হক জানান, এটি খুবই দুঃখজনক ঘটনা।একই পরিবারের দুই শিশু (ছেলে ও মেয়ে)জলে ডুবে মারা গেছে শুনেই ঘটনাস্থলে ছুটে আসি।

ছেলে সাফা একটু বুদ্ধি প্রতিবন্ধী ছিল।তারা দুজন সকালে বাড়ির পাশে খেলা করছিল। এমন সময় তাদের দুজনকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করে পরিবারের লোকজন ।

পড়ে বাড়ির পাশে পুকুরের পানিতে তাদের দেখতে পেয়ে উদ্ধার করে স্থানীয়রা। এ ঘটনায় ঐ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Share Now

এই বিভাগের আরও খবর