হাতীবান্ধায় নিখোঁজের একদিন পর ডোবা থেকে শিশু আরবীর মরদেহ উদ্ধার


রেজাউল ইসলাম, হাতীবান্ধা প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় নিখোঁজের একদিন পর ডোবা থেকে মিললো নাহিয়ান নুর আরবী (৯) নামে এক শিশুর মরদেহ।
রবিবার (১৩ অক্টোবর) সকালে দিকে ডাউয়াবাড়ী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের, প্রাননাথ পাটিকাপাড়া এলাকায় বাড়ির পাশের একটি ডোবা থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে। আরবী ঐ এলাকার নুর আলমের মেয়ে।
এলাকাবাসীর সূত্রে জানা যায়, শিশু নাহিয়ান নুর আরবী শনিবার বাড়ির পাশে একটি পুকুরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন।
পরবর্তীতে সে বাড়িতে ফিরে না আসায়, পরিবারের লোকজন তাকে অনেক খোঁজাখুঁজি করতে থাকে।
অবশেষে শিশুটিকে না পেলে, হাতীবান্ধা ফায়ার সার্ভিসকে বিষয়টি জানালে, ফায়ার সার্ভিসের কর্মীরা এসে ২ থেক ৩ ঘন্টা পুকুরে খোজাঁখুজির পর না পেয়ে তারা ফিরে যান।
আজ রোববার সকালে ডোবা থেকে ওই শিশুর লাশ উদ্ধার করে এলাকাবাসী।
ডাউয়াবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান বলেন, শিশুটি মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়, অনেক খোজাঁখুজি করে পাওয়া যাইনি,অবশেষে আজ সকালে তার বাড়ির পাশে একটি ডোবা থেকে লাশ উদ্ধার হয়েছে।
এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন্নবী ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।