সুপারি বাগানে মিলল নবজাতকের লাশ

আপডেট: October 25, 2024 |
inbound4857224863120295733
print news

অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে তেয়ারীগঞ্জ এলাকায় সুপারি বাগানে প্লাস্টিকের ব্যাগে এক নবজাতকের মরদেহ পাওয়া গেছে।

বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামের স্থানীয়রা মরদেহটি দেখতে পায়।

স্থানীয়রা জানায়, এখন সুপারি মৌসুম। বিকেলে চরমনসা গ্রামের আবদুল করিমের বাগানে কয়েকজন শিশু সুপারি কুড়াতে যায়।

এ সময় তারা বাগানে পড়ে থাকা প্লাস্টিকের ব্যাগের ভেতর নবজাতকের মাথার অংশ দেখে লোকজনকে ডেকে আনে। পরে লোকজন এসে মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

তেওয়ারীগঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) মো. নুরনবী বলেন, কে বা কারা ব্যাগে ভরে নবজাতকের মরদেহটি বাগানে ফেলে দিয়েছে। আশপাশের কেউই কিছু বলতে পারছে না।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মুন্নাফ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল উপ-পরিদর্শক (এসআই) গোলাম মোস্তফাকে পাঠানো হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

Share Now

এই বিভাগের আরও খবর