বগুড়ায় আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্য গ্রেফতার

আপডেট: October 26, 2024 |
inbound3272418662539609044
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘি থানাধীন কুন্দগ্রামে ডাকাতির প্রস্তুতি কালে ডাকাত দলের তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে আদমদীঘি থানা পুলিশ।

২৫ অক্টোবর (শুক্রবার) দিবাগত রাত সাড়ে ১১ টার সময় রাত্রীকালীন ডিউটি করার সময় আদমদীঘি থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পায় যে,উপজেলার কুন্দগ্রামের চেচুয়া গ্রামে ডাকাতির প্রস্তুতি নিয়ে ডাকাত দলের সদস্যরা অবস্থান করছেন।

এমন সংবাদের ভিত্তি উক্ত স্হানে অভিযান চালিয়ে আন্তঃ জেলা ডাকাত দলের সক্রিয় তিন সদস্যকে গ্রেফতার করা হয়। এ সময় পুলিশের উপস্থিত টের পেয়ে ডাকাত দলের অন্যান্য সদস্যারা পালিয়ে যায়।

এ বিষয়ে আদমদীঘি থানার উপ-পরিদর্শক আনিছুর রহমান বলেন, শুক্রবার রাতে উপজেলার কুন্দগামের চেচুয়া গ্রামে ডাকাতির প্রস্তুতি চলছে এমন গোপন সংবাদে আমার সঙ্গী ফোর্স নিয়ে উল্লেখিত স্হানে অভিযানে গেলে পুলিশের উপস্থিত টের পেয়ে দৌড়ে পালানোর সময় তিনজনকে আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজের সরঞ্জাম হিসাবে হাসুয়া, লাঠি, রশি এবং একটি সিএনজি উদ্ধার করা হয়।

আদমদিঘী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমানের নিকট বিষয়টি জানতে চাইলে তিনি জানান, শুক্রবার রাতে ডাকাতির প্রস্তুতি কালে তিনজনকে আটক করা হয়েছে।

আটককৃত ওই তিনজনের বিরুদ্ধে থানায় ডাকাতি মামলা দায়ের করে আজ শনিবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

Share Now

এই বিভাগের আরও খবর