দ্রব্যমূল্য যাচাইয়ে ছদ্মবেশে বাজারে গেলেন উপদেষ্টা আসিফ

আপডেট: October 27, 2024 |
inbound6969323591544879664
print news

দ্রব্যমূল্য যাচাইয়ে ছদ্মবেশে বাজার পরিদর্শন করেছেন শ্রম ও কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ফিরে এসে এক পোস্টে বিস্তারিত তুলে ধরেছেন তিনি।

বাজার পরিদর্শনের সময় আসিফ মাহমুদের মুখে মাস্ক ও মাথায় টুপি ছিল। এ সময় তার সঙ্গে কোনো ধরনের নিরাপত্তা বেষ্টনী দেখা যায়নি।

নিজের ভেরিফাইড ফেসবুক একাউন্টে শনিবার (২৬ অক্টোবর) দুপুরে পোস্ট করে বিষয়টি জানান আসিফ মাহমুদ।

ওই পোস্টে আসিফ মাহমুদের তিনটি ছবি সংযুক্ত করা হয়। ছবির স্থানটি চানখারপুলের পাশে আনন্দ বাজার বলে পোস্টে উল্লেখ করেছেন আসিফ মাহমুদ।

ফেসবুকের ওই পোস্টে আসিফ মাহমুদ লিখেন, ‘ডিমের হালি ৬০ থেকে ৪৮ টাকা, লাউ প্রতিপিস ১০০ থেকে ৪০-৫০ টাকা ও কাঁচা মরিচ প্রতি কেজি ৩০০ থেকে ১৪০-১৫০ টাকায় নেমে এসেছে। সবজির মূল্য মোটামুটি নিয়ন্ত্রণে রয়েছে, যদিও স্থান ও বাজারভেদে দামে কিছু ভিন্নতা রয়েছে।

শীতের সবজি বাজারে আসা শুরু হলে আরো কমে আসবে। অন্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার কাজ করে যাচ্ছে উল্লেখ করেন উপদেষ্টা আসিফ।

আরেকটি পোস্টে আসিফ মাহমুদ বলেন, ‘ঢাকাসহ শহরগুলোর বাজারে সবজি, ডিমের দাম কমে আসলেও প্রান্তিক বাজারগুলোতে স্থানীয় আড়তদার/ফরিয়াদের দৌরাত্ম্যে বেশি মূল্যে বিক্রির অভিযোগ পাচ্ছি। প্রান্তিক পর্যায়েও বাজার তদারকির ব্যবস্থা নেওয়া হবে।’

এক্ষেত্রে প্রশাসনকে স্থানীয় জনগণের সহযোগিতা প্রত্যাশা করেন আসিফ মাহমুদ।

আসিফ মাহমুদের এমন উদ্যোগকে ইতিবাচকভাবে নিয়ে নেটিজেনদের অনেকেই প্রশংসায় ভাসিয়েছেন। আলী আরমান নামে একজন ওই পোস্টে কমেন্ট করেছেন, ‘একজন নেতা বাজারে গিয়ে বাজার দেখছেন। এটা প্রশংসনীয় কাজ। আল্লাহ আপনাকে সঠিকভাবে দায়িত্ব পালনের তাওফিক দিক।আমিন।’

মোহাম্মদ সুহান নামে এক ব্যক্তি লিখেছেন, ‘সিন্ডিকেট ভাঙতে হবে। এগুলো সামনে কমে বিক্রি করলেও পরে আবার দাম বেড়ে যায়। বাজার পরিদর্শন অব্যাহত রাখতে হবে।’

Share Now

এই বিভাগের আরও খবর