বগুড়ায় ফেনসিডিল-গাঁজাসহ ইজিবাইক চালক গ্রেফতার

আপডেট: October 27, 2024 |
inbound6258797136490659248
print news

শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১৩১ বোতল ফেন্সিডিল, তিন কেজি গাঁজা এবং মাদকদ্রব্য পরিবহনে ব্যবহৃত ব্যাটারিচালিত একটি ইজিবাইকসহ চাকলকে গ্রেফতার করা হয়েছে।

২৬ অক্টোবর (শনিবার) দিবাগত রাত ১০টার দিকে বগুড়া সদর উপজেলার বগুড়া-রংপুর মহাসড়কের গোকুল ইউনিয়নের বিসমিল্লাহ হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে থেকে ১৩১ বোতল ফেন্সিডিল ও তিক কেজি গাঁজাসহ মোঃ আপেল মিয়া(২৭) কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আপেল মিয়া বগুড়ার শিবগঞ্জ উপজেলাধীন মোকামতলা ইউনিয়নের গণেশপুর পূর্বপাড়া গ্রামের মোঃ ফজলু মিয়ার ছেলে।

জানা গেছে, বগুড়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের “ক” সার্কেল শনিবার রাতে সদর উপজেলার গোকুল মহাসড়কে অভিযান পরিচালনা করে।

অভিযানকালে গোবিন্দগঞ্জ থেকে ছেড়ে আসা বগুড়া গামী ব্যাটারিচালিত ইজিবাইকের সিট কভারের নিচে বিশেষ কায়দায় সাজিয়ে রাখা ১৩১ বোতল ফেন্সিডিল ও তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়।

আরো জানা গেছে, অবৈধভাবে মাদক রাখার দায়ে ইজিবাইকটি জব্দ করা হয়েছে।

আরও জানান গেছে,এ ঘটনায় বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে-২০১৮ সনের ৩৬(১)এর সারনিক ক্রবিক নং ১৪(গ) ও ১৯(ক) ও ২৬(১) ধারায় মাদলা দায়ের করে আজ রোববার বগুড়া সদর থানার হেফাজতে দেওয়া হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর