বগুড়ায় রায়হান হত্যা মামলায় সাবেক পৌর মেয়র আঃলীগ নেতা বেলাল গ্রেফতার

আপডেট: October 28, 2024 |
inbound4516374479853051005
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় কোটা বিরোধী আন্দোলনে আবু রায়হান হত্যা মামলার প্রধান আসামি দুপচাঁচিয়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বেলাল হোসেন (৪৮)কে গ্রেফতার করেছে র‍্যাব।

২৮ অক্টোবর (সোমবার) ভোর সাড়ে ৬ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১২ বগুড়া একটি অভিযানিক টিম জয়পুরহাট জেলার আক্কেলপুর থানাধীন জামালগঞ্জ বাজারে অভিযান পরিচালনা করে রায়হান হত্যা মামলার ১নং আসামি বেলাল হোসেনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত বেলাল হোসেন বগুড়ার দুপচাঁচিয়া উপজেলাধীন পাইকপাড়া গ্রামের মৃত- ছৈমুদ্দীনের ছেলে এবং দুপচাঁচিয়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি।

র‍্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার এহতেশামুল হক খানের স্বাক্ষরিত পাঠানো এক প্রেস রিলিজে এসব তথ্য নিশ্চিত করেছেন।

র‍্যাবের পাঠানো প্রেস রিলিজে বলা হয়, গত ৪ আগস্ট সকাল ১০ ঘটিকায় সময় কোর্টা বিরোধী ছাত্র- ছাত্রীদের মিছিল করার জন্য রায়হান দুপচাঁচিয়া পৌরসভাস্হ বগুড়া-নওগাঁ মহাসড়কে আওয়ামীলীগ পাট অফিসের সামনে সকাল ১১,০৫ ঘটিকায় পৌছিলে পূর্ব পরিকল্পিতভাবে বেলাল হোসেনের নেতৃত্বে আসামিগণ হাসুয়া,লোহার রড়,লাঠি ও আগ্নেয়াস্ত্রসহ আন্দোলনের মিছিল উপর হামলা করে।

এতে রায়হান গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চিকিৎসাক প্রথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসা জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে রেফার্ড করেন।

সেখানে ডাক্তারী পরীক্ষা- নিরীক্ষা করে তাকে আরও উন্নত চিকিৎসার জন্য জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল,শেরে বাংলা নগর,ঢাকায় রেফার্ড করেন।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৯ আগস্ট সকাল সাড়ে ৮টায় তার মৃত্যু হয়। এঘটনায় নিহত রায়হানের মা রওশন আরা বেগম বাদী,হয়ে ১৭ আগস্ট ২২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৫০-৬০ জনের নামে দুপচাঁচিয়া থানায় একটি হত্যা মামলার দায়ের করেন।

ওই মামলায় সাবেক পৌর মেয়র ও আওয়ামী লীগে নেতা বেলাল হোসেন এজহারভুক্ত ১নং আসামি ছিলেন।

র‍্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার এহতেশামুল হক খান জানান,গ্রেফতারকৃত আসামি বেলাল হোসেনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়ার দুপচাঁচিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর