বগুড়ায় দুই লাগেজে মিলল ১২০ বোতল ফেন্সিডিল, গ্রেফতার ০২


শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় দুটি লাগেজে ১২০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
২৮ অক্টোবর (সোমবার) দুপুরে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের মুরাদপুর এলাকা থেকে মাহাবুব ও শান্ত দাস নামের দুইজনকে ১২০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মাহাবুব ও শান্ত দাস ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সুৃন রঞ্জন সরকার।
তিনি বলেন,গেপন সংআাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুইটি লাগেজের ভেতর থেকে ১২০ বোতল ফেন্সিডিলসহ ওই দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।