বগুড়ায় ক্রাউন সিমেন্ট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

আপডেট: November 2, 2024 |
inbound1613137568367043121
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় ক্রাউন সিমেন্ট ফুটবল টুর্নামেন্ট ২০২৪ এর শুভ উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার বিকালে বগুড়া শহরের ধরমপুর খেলার মাঠে ক্রাউন সিমেন্ট ফুটবল টুর্নামেন্ট ২০২৪ এর শুভ উদ্বোধন করা হয়।

এ নিয়ে ৩য় বারের মত ধরমপুর তরুণ সংঘের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের উদ্ধোধন করেন প্রধান অতিথি ফাইম এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী রাশেদুল ইসলাম।

উদ্ধাধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া পৌরসভার ১৭ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিল ইকবাল হোসেন রাজু।

বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন বগুড়ার সাধারণ সম্পাদক ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক ফিরোজ আহম্মেদ বাবু’র পরিচালনায় উদ্ধোধনী খেলায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বগুড়া হাসান জুয়েলার্সের সত্ত্বাধিকারী মেহেদী হাসান,বগুড়া আলোকা নার্সিং হোম এন্ড অনকোলজি সেন্টারের ব্যবস্হাপক ইসলাম হোসেন টুটুল,টাউন সিমেন্টের ম্যানেজার সেলস এন্ড মার্কেটিং রাকিবুল হাসান রাকিব।

বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন বগুড়া সাধারণ সম্পাদক ফিরোজ আহম্মেদ বাবু ও দিগন্ত আইডিয়াল স্কুলের ব্যবস্হাপনা পরিচালক এজাজ আহম্মেদ আসলামের আহবানে এবারের টুর্নামেন্টে মোট ১৬ টি দল অংশগ্রহণ করেছে।

উদ্বোধনী খেলায় অংশ নেয় সিজান একাদশ বনাম আলোকা নার্সিং হোম এন্ড অনকোলজি সেন্টার।

Share Now

এই বিভাগের আরও খবর