বগুড়ার শিবগঞ্জে নাগরিক ঐক্যের বিজয় সমাবেশ অনুষ্ঠিত

আপডেট: November 2, 2024 |
inbound5764578121275792183
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার মাঝিহট্ট ইউনিয়ন শাখার আয়োজনে নাগরিক ঐক্যের বিজয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

০১ নভেম্বর (শুক্রবার) সন্ধ্যায় বগুড়ার শিবগঞ্জ উপজেলার চালুঞ্জা কালিতলা দ্বি মুখী উচ্চ বিদ্যালয় মাঠে মাঝিহট্ট ইউনিয়ন নাগরিক ঐক্য’র সভাপতি হোসাইন আলী ফারুকের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের সভাপতি মাহামুদুর রহমান মান্না বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা এখন ভিক্ষুকের মতো মোদির পায়ে গিয়ে পড়েছে।

আর কোথাও আশ্রয় পাচ্ছে না। দেশেও ফিরতে পারছে না। যারা ভবিষ্যতে ক্ষমতায় যেতে চায় তাদের বলি, শেখ হাসিনার পরিণতি থেকে শিক্ষা নিতে হবে।

বর্তমান সরকার প্রধান ড, ইউনুস বলেছেন,বিদেশে পাচার করা ২৫ লাখ কোটি টাকা ফেরত আনা হবে। আমাদের দাবি, যদি ওই টাকা ফেরত আনা হয়, তাহলে সেটা গরিবের কল্যাণে ব্যয় করতে হবে।

তিনি আরও বলেন, আমরা শেখ হাসিনার আমলের মতো নির্বাচন চাই না। যারা ক্ষমতায় আছে, তারা বলেছে, আগামী বছরের মধ্য হয়তো সুন্দর ভোট দিতে পারবে। আমরা সেই আশাই করছি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নাগরিক ঐক্য’র আহ্বায়ক শহিদুল ইসলাম। শিবগঞ্জ উপজেলা নাগরিক ঐক্য’র সদস্য সচিব আব্দুল বাসেত বাদশা।

উক্ত সমাবেশে আরও বক্তব্য রাখেন, নাগরিক ঐক্য নেতা এনামুল হক,শিবগঞ্জ উপজেলা নাগরিক ঐক্যের কার্যনির্বাহী সদস্য সৈকত আমিন বিদ্যুৎ,নাগরিক ঐক্য বিহার ইউনিয়ন শাখার সভাপতি আব্দুর রহমান হুজুর,ময়দানহাট্টা ইউনিয়ন শাখার সভাপতি মাহবুব মোর্শেদ হীরা, যুব নাগরিক ঐক্য নেতা অমিত হাসান,আটমুল ইউনিয়ন নারী ঐক্যের সভাপতি হেলেনা আক্তার পারভিন।

এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন নাগরিক ঐক্য নেতা লালটু সোনার, আফতাব হোসেন, আজিজুল হক, সাইদুল ইসলাম, রবিউল ইসলাম, আলিফ হোসেন, হারুন উর রশিদ,রাশেদ মাহমুদ তুষার,আব্দুর রাজ্জাকসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

Share Now

এই বিভাগের আরও খবর