বগুড়ার সাবেক এমপি সাহাদারা মান্নানের এপিএস গাইবান্ধায় গ্রেফতার


শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া-১ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য(এমপি) সাহাদারা মান্নানের ব্যক্তিগত সহকারী(এপিএস) অসীম কুমারকে গ্রেফতার করেছে পুলিশ।
০১ নভেম্বর (শুক্রবার) দিবাগত রাতে বগুড়া-১ সদর আসনের এমপি সাহাদারা মান্নানের এপিএস অসীম কুমারকে গাইবান্ধা জেলের ফুলছরি উপজেলার বালাসী এলাকা থেকে গ্রেফতার করা হয়।
তিনি বগুড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা ও বিএনপি অফিস ভাংচুর-অগ্নিসংযোসহ পাঁচ মামলার আসামী।
পুলিশ সূত্রে জানা যায়, বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ছাত্র হত্যাসহ ৫টি গুরুত্বপূর্ণ মামলার আসামী অসীম কুমার। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন স্হানে পালিয়ে ছিলেন।পুলিশ তাকে গ্রেফতারের জন্যে খুঁজছিল।
একপর্যায়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় গাইবান্ধা জেলা পুলিশ বিষেশ অভিযান পরিচালনা করে ফুলছড়ির বালাসীঘাট এলাকা থেকে অসীম কুমারকে গ্রেফতার করে।
গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর ইসলাম তালুকদার বলেন,গ্রেফতারকমত আসদী অসীম কুমার পাঁচ মামলার পালাতক আসামী।
বগুড়ার পুলিশ তথ্যপ্রযুক্তি সহায়তায় অসীম কুমারের অবস্থান অবগত করলে গাইবান্ধা সদর থানা পুলিশ তাকে গ্রেফতার করে।তিনি বর্তমানে গাইবান্ধা সদর থানায় আছেন। আসমীকে বগুড়া পুলিশের জাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।