ইবিতে ক্লাসরুমের দাবিতে শিক্ষার্থীদের আমরণ অনশন চলছে

আপডেট: November 5, 2024 |
inbound3487365332639275235
print news

ইবি প্রতিনিধি: কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) রবীন্দ্র-নজরুল কলা ভবন থেকে অবৈধভাবে কক্ষ দখলদারীদের উচ্ছেদ এবং বরাদ্দকৃত কক্ষ ব্যবহারের দাবিতে আমরণ অনশন কর্মসূচি পালন করছে বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থীরা।

সোমবার (৪ নভেম্বর) বিকাল ৩ টা থেকে চলমান এই অনশন রাত ১০ টায় রিপোর্ট লেখা পর্যন্ত চলমান। এরই মধ্যে অসুস্থ হয়ে পড়েছেন কয়েকজন শিক্ষার্থী যাদের জরুরী চিকিৎসা দেয়া হয় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মেডিকেল সেন্টারে।

এদিকে ঢাকায় অবস্থান করায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ ফোনকলের মাধ্যমে তাদের সংকট সমাধানের আশ্বাস দিয়েছেন।

অনশনের এক পর্যায়ে রাত ৯টার দিকে দুইজন নারী শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে স্থানান্তর করা হয়েছে।

অনশন কারী শিক্ষার্থীরা বলেন, উপাচার্য স্যার নিজে এসে আমাদের বরাদ্দকৃত কক্ষে যখন উঠিয়ে দিবেন তখন আমরা এই অনশন থেকে সরে আসবো।

তিনি আমাদেরকে যতক্ষণ না পর্যন্ত আমাদের রুমের দখলদারত্ব উৎখাত করবেন ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাবো।

আহত শিক্ষার্থীর বিষয়ে দায়িত্বরত চিকিৎসক ডা. মোঃ ওয়াহিদুল হাসান বলেন, আমাদের এখানে দুইজন ছাত্রী এসেছে। আসার পরপরই আমি দেখেছি। বিষয়টি বেশী গুরুতর নয়। আমাদের এখানেই চিকিৎসা দেয়া সম্ভব।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, উপাচার্য স্যার কথা বলার পর আমাদের আর কিছু বলার থাকে না।

আমি নিজেও তাদের অনুরোধ করছি অবস্থান ছেড়ে দিতে। তারপরও যদি না যায় ওরা তাহলে আমরা নিরাপত্তার দায়িত্বে আছি এবং থাকবো।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ ফোনকলে শিক্ষার্থীদের সাথে কথা বলেন। এসময় তিনি বলেন, আগামীকাল সকালে ফার্স্ট প্রায়োরিটি দিয়ে আমি এ বিষয়টি দেখবো।

কলা অনুষদের ডিন আসবেন, আমিও থাকবো, সবার সাথে কথা বলে তোমাদের সমস্যা সমাধানের জন্য প্রথমেই উদ্যোগ গ্রহণ করবো। আমি তোমাদের অনুরোধ জানাচ্ছি আজকে এখন অবস্থান না করে যার যার হলে চলে যেতে।

Share Now

এই বিভাগের আরও খবর