বগুড়ায় গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার ০৬

আপডেট: November 11, 2024 |
inbound6550262242346540332
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় গোয়েন্দা পুলিশ(ডিবি)’র পৃথক দুটি অভিযানে ৫ কেজি গাঁজা ও ২০০ পিস ইয়াবাসহ ট্রাবলেটসহ ছয় মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

০৯ নভেম্বর (শুক্রবার)দিবাগত রাতে এবং শনিবার সকালে পৃথক দুটি মাসক বিরোধী অভিযানে তাদেরকে ৫ কেজি গাঁজা ও ২০০ পিস ইয়াবাহ ট্রাবলেটসহ গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন-কুমিল্লা জেলার কোতয়ালী থানার আশোকতলা এলাকার মিরাজুল ইসলাম, বগুড়া শহরের চামড়া গোদাম এলাকার মারুফ মিয়া, ছোট কুমিড়া এলাকার সালমান রেজা,বগুড়া নিশিন্দারা উত্তরপাড়া এলাকার আব্দুর রউফ,নিশিন্দারা মধ্যপাড়া এলাকার মমিন শেখ এবং একই এলাকার তৌহিদুল।

এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া গোয়েন্দা পুলিশ(ডিবি) এর ইনচার্জ মুস্তাফিজ হাসান।

বগুড়া ডিবির এই কর্মকর্তা জানান,বগুড়া শেরপুরের মহিপুর বাজার এলাকা থেকে ৫ কেজি গাঁজাসহ মিরাজুলকে গ্রেফতার করা হয়।

ডিবির অপর আরেকটি আভিযানে বগুড়া শহরের মাটিডালী টেস্টি ফুড দোকানের সামনে থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মারুফ, সালমান রেজা,আঃ রউফ সাকিল,মমিন শেখ এবং তৌহিদুলকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে বগুড়া সদর ও শেরপুর থানার পৃথক দুটি মামলা দায়ের করে আজ রোববার দুপুরের পর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর