ডিপ ফ্রিজ থেকে গৃহবধূর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

আপডেট: November 11, 2024 |
inbound962524980970564782
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার দুপচাঁচিয়ায় উম্মে সালমা (৫০) নামে এক নারীকে হত্যার পর লা শ ডিপ ফ্রিজে রেখে গেছে দুর্বৃত্তরা।

১০ নভেম্বর (রোববার) দুপুর দেড়টার দিকে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা সদরের-বগুড়া-নওগাঁ সড়কের পাশে জয়পুর পাড়ার আজিজিয়া মঞ্জিল নামের বাড়িতে এ নৃংশসা ঘটনা ঘটে।

নিহত ইম্মে৷ সালমা দুপচাঁচিয়া ডি এস ফাজিল মাদ্রাসার উপাধক্ষ ছিলেন এবং আজিজার রহমানের স্ত্রী। নিহত ওই নারীর বাড়িটির,চার তলা ভবনের তৃতীয় তলায় বসবাস করতেন সালমা খাতুন।

দুপচাঁচিয়া থানার ইন্সপেক্টর (তদন্ত) নাসিরুল ইইলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্হানীয়দের ধারণা,দিনের বেলায় ডাকাতি করতে এসে বাধা পেয়ে ডাকাতরা গৃহবকে শ্বাসরোধ করে হত্যার পর মৃতদেহ ফ্রিজে রেখে গিয়েছে।

ঘরের জিনিসপত্র অগোছালো ছিলো ও স্টিলের আলমারিতে কুড়ালের কয়েকটি আঘাতের চিহ্নও পাওয়া গেছে।

রোববার সকালে মাওলানা আজিজার রহমান এবং তার ছেলে আলিম দ্বিতীয় বর্ষের সাদদিন মাদ্রাসায় যায়।

জোহরের নামাজের পর ছেলে সাদদিন বাড়িতে প্রবেশ করে তার মাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন।সাদদিন খোঁজখুঁজি করে মাকে বাড়িতে না পেয়ে পেয়ে ফোন করলে মায়ের ফোন বন্ধ পায়।

এরপর সাদদিন ফোন করে তার বাবাকে ডেকে নেয়। তারা বাড়িতে ঢুকে ঘরের জিনিসপত্র এলোমেলো পায়।

এছাড়া স্টিলের আলমারিতে কুড়ালের কয়েকটি আঘাতের চিহ্ন দেখেন। খোঁজাখুঁজির একপর্যায়ে ডিপ ফ্রিজের ভেতরে উম্মে সালমার লাশ হাত-পা বাঁধা অবস্থায় দেখতে পান।

পরে পুলিশে খবর দিলে পুলিশ এসে ঘটনাস্থল থেকে উম্মে সালমার মরদের উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালের মর্গে পাঠায়।

দুপচাঁচিয়া ও আদমদীঘি সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার নাজরান রউফ বলেন,ডিপ ফ্রিজের মধ্যে উম্মে সালমার হাত-পা বাঁধা অবস্থায় ছিলো।তবে তার গলায় কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি।

ময়নাতদন্তের জন্য লাশটি মর্গে পাঠানোর হয়েছে। ধারণা করা হচ্ছে দুপুরে ঘটনাটি ঘটানো হয়েছে। তবে বাড়ি থেকে টাকা-পয়সা বা স্বর্ণলংকর ডাকাতি করে নিয়ে যেতে পারেনি।

ঘটনাস্থলে ক্রাইমসিনের সদস্যরা কাজ করছে। তাৎক্ষণিক ভাবে এ হত্যাকান্ডের মূল কারণ জানা যায়নি।

Share Now

এই বিভাগের আরও খবর