কোহলির বিশাল ব্যবসায়িক সাম্রাজ্য: বিমা, জিম, রেস্টুরেন্ট থেকে কফি ব্র্যান্ড

আপডেট: November 12, 2024 |
inbound8499778212739050563
print news

বিরাট কোহলি নিজের কেরিয়ার জীবনে গড়েছেন একাধিক রেকর্ড, ছুঁয়েছেন মাস্টার ব্লাস্টারকেও। তবে শুধুমাত্র ক্রিকেটে নয়, ব্যবসায়িক জীবনেও নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলেছেন। এদিকে ২৫ বছর বয়স থেকে বিনিয়োগ ও স্টার্টআপে জড়িয়েছেন কোহলি। আছে রেস্টুরেন্ট ব্যবসাও।

খেলোয়াড়ি জীবনের সায়াহ্নে এসে ভারতের এই তারকা ব্যাটসম্যান যুক্ত হলেন পরামর্শক সংস্থার সঙ্গে। মুম্বাইভিত্তিক এই সংস্থার নাম ‘স্পোর্টিং বিয়ন্ড’। এতে অন্যতম অংশীদার হিসেবে আছেন ভারতের সাবেক কোচ ও ধারাভাষ্যকার রবি শাস্ত্রী।

পরামর্শক সংস্থার সঙ্গে যুক্ত হওয়া নিয়ে কয় দিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন কোহলি। ৩৬ বছর বয়সী ব্যাটসম্যান ‘স্পোর্টিং বিয়ন্ড’–এর সঙ্গে জুটি বাঁধাকে নতুন শুরু ও নতুন অধ্যায়ের সূচনা হিসেবে অভিহিত করেছেন।

তিনি জানিয়েছেন, এটি তাঁর লক্ষ্য, স্বচ্ছতার মূল্যবোধ, সততা ও খেলার প্রতি ভালোবাসার সঙ্গে সংগতিপূর্ণ। কোম্পানিটি যে তাঁর ব্যবসার স্বার্থে কাজ করবে, সেটিও নিশ্চিত করেছেন।

‘স্পোর্টস বিয়ন্ড’–এর সঙ্গে কোহলির যুক্ত হওয়া নিয়ে কোম্পানির পরিচালক জয়বীর পানওয়ার গণমাধ্যমকে বলেন, স্পোর্টিং বিয়ন্ড বিরাটের (কোহলির) এজেন্ট বয়। বরং আমরা তাঁর সব ধরনের ব্যবসায় উপদেশ ও পরামর্শ পরিষেবা দিয়ে যাব। আমরা তাঁর সঙ্গে বিশেষজ্ঞদের একটি নিবেদিত দল নিয়ে কাজ করব।

কোম্পানিতে রবি শাস্ত্রীর ভূমিকা নিয়ে পানওয়ার বলেছেন, রবি (শাস্ত্রী) বেশ কিছু সময় ধরে আমাদের অংশীদার। ডোমেইন দক্ষতাসম্পন্ন আমাদের বিশেষায়িত দল রয়েছে। আমরা নিজস্ব বুদ্ধিবৃত্তিক ভাবনা তৈরিতে বিনিয়োগ করেছি।

বিশ্ব ক্রিকেটের শীর্ষ তারকাদের একজন হওয়ায় ব্র্যান্ড ও বিজ্ঞাপনের জগতে বিরাট কোহলির চাহিদা অনেক। কোহলি গত বছরের শেষ দিকে তাঁর দীর্ঘদিনের ব্যবস্থাপক এবং ব্যবসায়িক অংশীদার বান্টি সাজদেহের কাছ থেকে আলাদা হয়ে গেছেন।

এক প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে কোহলির একার সম্পদের মূল্য ১ হাজার কোটি রুপির (১৪২৪ কোটি টাকা) বেশি। পুমা, এমআরএফ, পেপসি, কোলগেট, অডি, তিসো, স্যামসোনাইট, ভালভোলিন, পিএনবির মতো কোম্পানি ও প্রতিষ্ঠানে পণ্যদূত, বাণিজ্যিক দূত অথবা শুভেচ্ছাদূত হিসেবে কাজ করছেন তিনি।

কোহলির বিশাল ব্যবসায়িক সাম্রাজ্য ছড়িয়ে আছে বিমা, বিকল্প প্রোটিনজাতীয় খাবার, সামাজিক যোগাযোগমাধ্যম স্টার্টআপ, ক্রীড়াসামগ্রীর ব্র্যান্ড, রেস্টুরেন্ট ও ব্যায়ামাগারে।

এসবের বাইরে ইন্ডিয়ান সুপার লিগের ফুটবল ক্লাব এফসি গোয়া, ই–ওয়ান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের মোটরস্পোর্ট দল ব্লু রাইজিং এবং বিশ্বখ্যাত কফি ব্র্যান্ড রেজ কফির মালিকানা কিনেছেন কোহলি। মোটরস্পোর্ট দলে টেনিস কিংবদন্তি রাফায়েল নাদাল ও চেলসির সাবেক স্ট্রাইকার দিদিয়ের দ্রগবারও মালিকানা আছে।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

Share Now

এই বিভাগের আরও খবর