ডিআইইউতে ‘দি ইংলিশ ক্লাব’ এর আনুষ্ঠানিক উদ্বোধন

আপডেট: November 13, 2024 |
inbound5821184367633214489
print news

ডিআইইউ প্রতিনিধিঃ দিন ব্যপি জমকালো আয়োজনের মধ্য দিয়ে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) আনুষ্ঠানিকভাবে ‘দি ইংলিশ ক্লাব’ এর উদ্বোধন এবং পুরষ্কার বিতরণী করা হয়েছে।

বুধবার (১৩ নভেম্বর) ক্লাবটির উদ্বোধন উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।

সকালে ক্লাবের আয়োজনে ইনডোর লুডু, দাবা খেলাধুলার সমাপনী ম্যাচ অনুষ্ঠিত হয়। এছাড়া দুপুরে কুইজ প্রতিযোগিতার মাধ্যমে দিনটির মাত্রা আরও বর্ণিল হয়।

পরে বিকেল তিন টায় ইংরেজি বিভাগের চেয়ারম্যান আরিফুল ইসলাম আনুষ্ঠানিকভাবে ক্লাবটির উদ্বোধন ঘোষণা করেন।

দি ইংলিশ ক্লাবের সভাপতি সায়মন মামুন আব্দুল্লাহ বলেন, দি ইংলিশ ক্লাব এবং ডিপার্টমেন্টের সকল শিক্ষক ছাত্র-ছাত্রীদের অসংখ্য ধন্যবাদ।

আমাদের এই দি ইংলিশ ক্লাব মানসিক বিকাশ করার বড় একটা প্লাটফর্ম। ভবিষ্যতে এই ক্লাব ইন্টারন্যাশনালি রিপ্রেজেন্ট করবে এবং আমাদের ইউনিভার্সিটির মান উজ্জ্বল করবে।

এসময় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়টির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. গনেশ চন্দ্র সাহা, প্রক্টর এবং প্রভোস্ট অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন সহ ইংরেজি বিভাগের চেয়ারম্যান আরিফুল ইসলাম এবং বিভাগটির বিভিন্ন শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিভিন্ন খেলাধুলা এবং কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী এই আয়োজনের সমাপ্তি ঘটে।

উল্লেখ্য, ক্লাবটি শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক পরিসরে ইংরেজি ভাষার প্রচলন নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে।

Share Now

এই বিভাগের আরও খবর