জয়পুরহাটে বীজ আলুর দাম বেশি রাখায় ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

আপডেট: November 13, 2024 |
inbound7354637817837947148
print news

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের ক্ষেতলালে সিন্ডিকেট এর মাধ্যমে বীজ আলুর দাম বেশি রাখা ও কৃষকদের হয়রানির অভিযোগ মাঠে নেমেছে উপজেলা প্রশাসন।

আলু বীজের সিন্ডিকেট ভাঙতে ভোর রাত থেকে সারাদিন অভিজান পরিচালনার মাধ্যমে ৫ টি প্রতিষ্ঠানকে প্রায় দেড় লক্ষ টাকা জরিমানা করা হয়।

বুধবার ভোর রাত থেকে উপজেলার বিভিন্ন জায়গায় অতিরিক্ত মূল্যে বীজ আলু বিক্রয় এবং সার লুকিয়ে রেখে কৃত্রিম সঙ্কট সৃষ্টির অপরাধে ৫ জন ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ লক্ষ ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় উদ্ধারকৃত  বস্তা বীজ আলু ন্যায্য মূল্যে কৃষকদের মাঝে বিক্রয় করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে তাবাসসুম এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিন্নাতুন আরা।

অতিরিক্ত মূল্যে বীজ আলু বিক্রয়ের অভিযোগে উপজেলার ইটাখোলা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বীজ ডিলার ওসমান উজ জামানকে ৫০ হাজার এবং ডিলার মাসুদকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে তাবাসসুম।

অপরদিকে একই অভিযোগে উপজেলার শালবন গ্রামের শাহিনুরকে বীজ আলু লুকিয়ে রেখে কৃত্রিম সংকট তৈরির অপরাধে ১০ হাজার টাকা,চৌমুনি বাজারের মেসার্স কৃষি ট্রেডার্স এর ম্যানেজার আলমকে ৫ হাজার টাকা এবং ভাসিলা বাজারের সার ব্যবসায়ী আব্দুর রউফকে নিজ বাড়িতে সার রেখে উচ্চমূল্যে বিক্রির অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিন্নাতুল আরা।

এ বিষয়ে ক্ষেতলাল উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাবাসসুম জানান, আমরা সকাল থেকে সারাদিন অভিজান পরিচালনা করে কয়েকজন ব্যবসায়ীকে জরিমানা করেছি এবং জব্দকৃত বীজ আলু কৃষকের মাঝে ন্যায্যমূল্যে বিক্রি করা হয়েছে। এইরকম অভিজান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার জাহিদুর রহমান, ছাত্র প্রতিনিধি  হাসিবুল হক সানজিদ, শাহিনুর ইসলাম, হাসিব রহমান প্রমুখ।

Share Now

এই বিভাগের আরও খবর