আন্দোলনে আহত শিক্ষার্থীদের বিনা বেতনে পড়ার সুযোগ দিচ্ছে ডিআইইউ

আপডেট: November 14, 2024 |
inbound5629209347756631094
print news

ডিআইইউ প্রতিনিধিঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থীদের পাশে আবারও দাঁড়িয়েছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) বিশ্ববিদ্যালয় প্রশাসন। দ্বিতীয় ধাপে আহত শিক্ষার্থীদের বিনা বেতনে অধ্যয়নের সুযোগ দিচ্ছে বিশ্ববিদ্যালয়টি।

বুধবার (১৩ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মোঃ রফিকুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জুলাই-আগস্ট ২০২৪ইং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির গুরুতর আহত ১ম ধাপে ৭ জন শিক্ষার্থীকে বিনা বেতনে অধ্যয়নের সুযোগ দেন।

inbound2049316191758392438

২য় ধাপে আরও ৬ জন শিক্ষার্থীকে কর্তৃপক্ষ তাদের অবশিষ্ট সম্পূর্ণ বকেয়া টিউশন ফি মওকুফ করে বিনা বেতনে অধ্যয়নের সুযোগ প্রদান করেছেন।

তারা হলেন, সিভিল বিভাগের ৪২ তম ব্যাচের শিক্ষার্থী মো. জুয়েল মিয়া, সিএসই বিভাগের ৯৩ তম ব্যাচের শিক্ষার্থী নিয়ামত উল্লাহ, বিবিএ বিভাগের ৪২ তম ব্যাচের শিক্ষার্থী শাহাদাত হোসেন, বিবিএ বিভাগের ৬৬ তম ব্যাচের শিক্ষার্থী রাফসান জামি সিফাত, ইংরেজি বিভাগের ৪৭ তম ব্যাচের শিক্ষার্থী আল ওবাইদ খান আবিদ ও ইংরেজি বিভাগের ৫৩ তম ব্যাচের শিক্ষার্থী মো. মিনহাজুল হক।

এরআগে, প্রথম ধাপে ৮ শিক্ষার্থীকে বিনা বেতনে অধ্যয়নের সুযোগ দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তারা হলেন – সিএসই বিভাগের ৯৭ তম ব্যাচের শিক্ষার্থী জোবায়ের হোসেন, সিএসই বিভাগের ৬৬ তম ব্যাচের শিক্ষার্থী নুরুল আমিন রিফাত, সিএসই বিভাগের ৬৬ তম ব্যাচের শিক্ষার্থী নাজমুল মাহমুদ, সিভিল বিভাগের ২১ তম ব্যাচের শিক্ষার্থী মোঃ তারেক শাহরিয়ার, ইংরেজি বিভাগের ৪৯ তম ব্যাচের শিক্ষার্থী মেহেদী হাসান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ১১ তম ব্যাচের শিক্ষার্থী রাকিবুল ইসলাম, অর্থনীতি বিভাগের ১২ তম ব্যাচের শিক্ষার্থী মোঃ হাবিব শেখ, সমাজবিজ্ঞান বিভাগের ২১ তম ব্যাচের শিক্ষার্থী মোঃ সাজ্জাদ হোসেন।

Share Now

এই বিভাগের আরও খবর