আগামীকাল খুলছে সাফারি পার্ক

আপডেট: November 14, 2024 |
inbound2681848116154198304
print news

গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ব্যাপক ভাঙচুর ও লুটপাট করা হয় গাজীপুরে অবস্থিত সাফারি পার্কে। এরপর থেকেই পার্কটি বন্ধ রয়েছে। তবে শুক্রবার (১৫ নভেম্বর) থেকে পার্কটি আবারও খুলে দেওয়া হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে সহকারী বন সংরক্ষক ও পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসিএফ) মো. রফিকুল ইসলাম বলেন, পর্যটন মৌসুম বিবেচনায় সাময়িকভাবে দর্শনার্থীদের উপযোগী করে পার্কটি খুলে দেওয়া হচ্ছে।

তিনি বলেন, গত ৫ আগস্ট পার্কের মূল ফটক ভেঙে হামলা চায় দুর্বৃত্তরা। এতে পার্কের বিভিন্ন ইভেন্টে প্রায় আড়াই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়। দীর্ঘ তিন মাস বন্ধ থাকার পর সাময়িক সংস্কার করে পার্কটি পুনরায় সীমিত পরিসরে শুক্রবার থেকে চালু হচ্ছে। আমরা আশা করছি এবার পর্যটক মৌসুমে বিনোদনের জন্য পার্কটি আবারও মুখরিত হয়ে উঠবে।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা শারমিন আক্তার বলেন, আমরা পার্কটি চালু করছি। ইজারাও প্রক্রিয়াধীন আছে। এর আগ পর্যন্ত বন বিভাগ পার্কটির ব্যবস্থাপনা ও পরিচালনা করবে। পার্কটির পূর্বের নাম বহাল থাকলেও বর্তমানে পার্কটি গাজীপুর সাফারি পার্ক নামে কার্যক্রম চালানো হবে।

Share Now

এই বিভাগের আরও খবর