ঋণ না পেয়ে ব্যাংক কর্মকর্তাকে মারধর করে ভল্টের চাবি ছিনতাই করলেন যুবদলের দুই কর্মী

আপডেট: November 15, 2024 |
inbound5886130865107452051
print news

ময়মনসিংহের গৌরীপুরে ঋণ না দেয়ায় ব্যাংক ম্যানেজারকে মারধর করে ভল্টের চাবিসহ ব্যাগ ছিনতাইয়ের অভিযোগ উঠেছে যুবদলের দুই কর্মীর বিরুদ্ধে।

বুধবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার রামগোপালপুর ইউনিয়নের ভবানীপুর এলাকায় ছিনতাইয়ের ঘটনাটি ঘটেছে।

এই ঘটনায় বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ব্যাংকের ম্যানেজার মাহাবুবুর রহমান বাদী হয়ে গৌরীপুর থানায় একটি মামলা দায়ের করেন।

ছিনতাইয়ের শিকার ম্যানেজার মাহাবুবুর রহমান ঈশ্বরগঞ্জের সোহাগী বাজার শাখার কৃষি ব্যাংকের ম্যানেজার। মামলার আসামিরা হলেন- ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী ইউনিয়নের সাদেক মিয়ার ছেলে নাহিদুল ইসলাম রাসেল, বাচ্চু মিয়ার ছেলে আজিজুল হকসহ অজ্ঞাত আরও তিনজন।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, সম্প্রতি নাহিদুল ইসলাম রাসেল ও আজিজুল হক ঈশ্বরগঞ্জ সোহাগী শাখা কৃষি ব্যাংকে ঋণের জন্য আবেদন করেন। ঋণের আবেদন যাচাই-বাছাই করে নামঞ্জুর করে ব্যাংক কর্তৃপক্ষ।

পরে ওই দুই ব্যক্তি ঋণ দেয়ার জন্য ব্যাংকের ম্যানেজারকে চাপ প্রয়োগ করলে তিনি অস্বীকৃতি জানান। এতে ক্ষিপ্ত হয়ে ওই ব্যক্তি ম্যানেজারকে হুমকি দেয়।

নাহিদ হাসান ও আজিজুল হক স্থানীয় বিএনপির সহযোগী সংগঠন যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত। তবে তাদের কোনো পদ নেই। এ দুজন স্থানীয় উপজেলা বিএনপির একাংশের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য শাহ নুরুল কবীর শাহীন গ্রুপের রাজনীতি করেন। উপজেলাটিতে বিএনপির রাজনীতি দুটি গ্রুপে বিভক্ত।

ব্যাংকের ম্যানেজার মাহাবুবুর রহমান বুধবার ব্যাংকের কাজ শেষে ঈশ্বরগঞ্জের সোহাগী থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে গৌরীপুরের রামগোপালপুর ইউনিয়নের ভবানীপুর এলাকায় পথরোধ করে নাহিদুল ইসলাম রাসেল ও আজিজুল হকসহ সংঘবদ্ধ একটি দল তাকে মারধর করে ব্যাংকের ভল্টের চাবি ছিনতাই করে নিয়ে যায়।

এদিকে চাবি ছিনতাইয়ের খবর পেয়ে বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে আসেন বাংলাদেশ কৃষি ব্যাংক ময়মনিসংহের ডিজিএম মো. কামরুল হাসান। তিনি বলেন, বিষয়টি নিয়ে তদন্ত হচ্ছে। পরবর্তীতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শক্রমে ব্যবস্থা নেয়া হবে।

ব্যাংকের ম্যানেজার মাহাবুবুর রহমান বলেন, ওই দুই ব্যক্তির ব্যাংক ঋণের আবেদন যাচাই-বাছাই করে নামঞ্জুর করা হয়। এতে তারা ক্ষিপ্ত হয়ে আমাকে গালি-গালাজ করে হুমকি দেন। বুধবার ব্যাংকের কাজ শেষে বাড়ি ফেরার পথে আমাকে মারধর করে আমার সাথে থাকা ব্যাগসহ ব্যাংকের চাবি ছিনিয়ে নিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুল মালিক বলেন, ব্যাংক ম্যানেজারকে মারধরের ঘটনায় ব্যাংকের ম্যানেজার মাহাবুবুর রহমান বাদী হয়ে দুই জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও তিনজনকে আসামি করে মামলা দায়ের করেছেন। পুলিশ মামলার তদন্ত ও আসামিদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে।

Share Now

এই বিভাগের আরও খবর