ময়মনসিংহের চাঞ্চল্যকর শিশু হত্যা মামলার আসামী গ্রেফতার করেছে র‍্যার-১৪

আপডেট: November 17, 2024 |
inbound3728789490748893524
print news

কামরুল হাসান, ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার চাঞ্চল্যকর শিশু জিয়ারুল হক(১৫) হত্যা মামলার এফআইআর ভুক্ত ২নং আসামী মো. রাসেল মিয়া(৩২) কে গ্রেফতার করেছে র‌্যাব-১৪ এর সিসিএসসি কোম্পানি।

১৬ নভেম্বর রাত ৩টা ৩০ মিনিটে ময়মনসিংহের কোতোয়ালী থানাধীন দাপুনিয়া এলাকায় অভিযান পরিচালনা করে হত্যা মামলায় এফআইআর ভুক্ত ২নং আসামী মো. রাসেল মিয়া, পিতা- হক মিয়া, সাং-আলাদিয়ার আলগী, থানা-ঈশ্বরগঞ্জ, জেলা-ময়মনসিংহকে র‌্যাব-১৪ গ্রেফতার করতে সক্ষম হয়।

উল্লেখ্য যে, গত ২৮ অক্টোবর সন্ধ্যায় ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানাধীন উচাখিলা কলা বাজারে পূর্ব শত্রুতার জের ধরে বাদীর ছেলে নিহত জিয়ারুল হক এর সহিত ৫নং আসামী হক মিয়া (৫৮) এর কথা কাটাকাটি হয়।

এরই জের ধরে পরের দিন ২৯ অক্টোবর দুপুর ১২টা ৩০মিটিটে ঘটিকায় ভিকটিম বাড়ী হতে অটোরিক্সা যোগে উচাখিলা বাজারে আসার সময় ঈশ্বরগঞ্জ থানাধীন উচাখিলা ইউনিয়নের উচাখিলা কাচারী সংলগ্ন জনৈক সিরাজুল ইসলাম সরকার এর রড সিমেন্টের দোকানের সামনে পৌঁছামাত্র আসামীগণ পিছন দিক থেকে ধাওয়া করে।

এ সময় প্রাণ রক্ষার্থে ভিকটিম অটোরিক্সা থেকে নেমে দৌঁড়ে পালানোর চেষ্টা করলে আসামীগণ দেশীয় অস্ত্র দ্বারা ভিকটিমের এর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর রক্তাক্ত জখম করে। এতে ভিকটিম ঘটনাস্থলে লুটিয়ে পড়ে।

আশেপাশের লোকজন ভিকটিমকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এসে ভর্তি করান।

সেখানে একই তারিখ সন্ধ্যায় অনুমান ৬টা ৩০মিনিটে মৃত্যুবরণ করেন। এই শিশু হত্যার ঘটনাটি বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

পরবর্তীতে ভিকটিমের পিতা আলাল উদ্দিন (৬৪), পিতা-মৃত হাফিজ উদ্দিন, সাং-আলীনগর,থানা-ঈশ্বরগঞ্জ, জেলা-ময়মনসিংহ বাদী হয়ে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

যার মামলা নং-১৬, তারিখ- ৩০ অক্টোবর ২০২৪ খ্রি. ধারা-৩০২/১১৪/৩৪ পেনাল কোড ১৮৬০। উক্ত ঘটনার পর র‌্যাব-১৪, সিপিএসসি, ময়মনসিংহ ছায়া তদন্ত শুরু করে এবং জড়িতদের গ্রেফতারের লক্ষ্যে কার্যক্রম গ্রহণ করে।

গ্রেফতারকৃত আসামীকে ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব জানায়, এ ধরনের অপরাধের বিরুদ্ধে র‌্যাবের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Share Now

এই বিভাগের আরও খবর