ঠাকুরগাঁওয়ে অনৈতিক কার্যকলাপের অভিযোগে যুব মহিলা লীগের নেত্রীসহ আটক ৪

আপডেট: November 23, 2024 |
inbound4806253689490928040
print news

জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে বিদেশী মদ ও অনৈতিক কার্যকলাপের অভিযোগে জেলা যুবমহিলা লীগের নেত্রীসহ চারজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার রাত ২টায় দিকে ঠাকুরগাঁও পৌরশহরের বশিরপাড়ার (খাজা নার্সারি) জিল্লুর রহমানের বহুতল ভবনে সদর পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুর ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান চালিয়ে তাদের আটক করে।

এ সময় ওই বাসা থেকে বিদেশী মদের কয়েকটি বোতল উদ্ধার করে পুলিশ।

আটককৃতরা হলো, পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বাসিন্দা রোজিনা আক্তার তাঁর স্বামী তফিজুল, শহরের ইসলামবাগ এলাকার বাসিন্দা আশা চৌধুরী ও হরিপুর উপজেলার বাসিন্দা লিজা আক্তার।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও পৌরশহরের বশির পাড়া এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন।

এ ঘটনায় এলাকাবাসী থানায় খবর দিলে ভাড়া বাসা থেকে রোজিনা আক্তারসহ তিন নারী ও এক পুরুষকে আটক করে পুলিশ।

অভিযান শেষে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুর ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করি। জিজ্ঞাসাবাদ চলছে।

তার বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ আছে। আটককৃতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর