ইন্দুরকানীতে বর্ষীয়ান রাজনীতিবিদ আব্দুল লতিফ হাওলাদারের জানাজা সম্পন্ন

আপডেট: November 25, 2024 |
inbound8939271209204390337
print news

সাবেক সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ আব্দুল লতিফ হাওলাদারের (৬৯) জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।

রোববার জোহরের নামাজের পর ইন্দুরকানী মেহেউদ্দিন মাধ্যমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

আব্দুল লতিফ হাওলাদারের জানাজায় দলীয় নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণিপেশার হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন।

বিএনপির প্রতিষ্ঠা থেকে আমৃত্যু বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলেন আব্দুল লতিফ হাওলাদার। তিনি একাধারে ২০ বছর উপজেলা বিএনপির সভাপতি এবং তার আগে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।

জানা গেছে, শ্বাসকষ্টজনিত সমস্যায় ঢাকার বক্ষ্যব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে মৃত্যু হয় তার।

আব্দুল লতিফ হাওলাদার স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রয়েছে। তার স্ত্রী সাহিদা বেগম পিরোজপুর জেলা মহিলা দলের সভাপতি ও ইন্দুরকানী

Share Now

এই বিভাগের আরও খবর