ডিআইইউ’র ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাবের নেতৃত্বে তামান্না-রাহাত

আপডেট: November 26, 2024 |
inbound454696186046494724
print news

ডিআইইউ প্রতিনিধি: ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) তে “ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাবের” কমিটি ঘোষণা করা হয়েছে।

এতে ইংরেজি বিভাগের তামান্না ফেরদৌস কে সভাপতি এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের রাহাত রহমান কে সাধারণ সম্পাদক করে ২৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়েছে।

সোমবার (২৫ নভেম্বর) রাতে উপদেষ্টাদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ক্লাব কমিটি ঘোষণা করা হয়।

ক্লাবটির প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন সেন্টার ফর এক্সিলেন্স এন্ড ক্যারিয়ার ডেভলপমেন্টের পরিচালক এবং ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আনিসুর রহমান৷

এছাড়া অন্যান্য উপদেষ্টারা হলেন, প্রভাষক মাইনুল ইসলাম, প্রভাষক রুবিনা আরফিন সুমাইয়া, প্রভাষক সানজিদা আবেদিন রাফা,প্রভাষক ইফ্ফাত বিনতে মিজান শুক্তি, প্রভাষক মো. রেদওয়ান ইসলাম।

ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাবের অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি: নজরুল ইসলাম শাওন, যুগ্ম-সহ-সভাপতি: তাহেরা ইসলাম তনিমা, সহ-সাধারণ সম্পাদক: মো. হাসান আল বান্নাহ্, সাংগঠনিক সম্পাদক: মো. শাহাদাত হোসেইন সুফল, সহ-সাংগঠনিক সম্পাদক: মো. আবির হোসেইন,
তড়দপ্তর সম্পাদক: ফয়সাল হোসেইন চৌধুরী, বিতর্ক বিষয়ক সম্পাদক: উম্মে আরা মাহিনুর ইস্তিয়া, সাংস্কৃতিক সম্পাদক: শাহজাদী বিনতে আলম, যুগ্ম-সাংস্কৃতিক সম্পাদক: হামিদা, ক্রীড়া সম্পাদক: আহমেদ মিশাল,
গণমাধ্যম ও যোগাযোগ সম্পাদক: ফাইজা ইমাম, যুগ্ম-গণমাধ্যম ও যোগাযোগ সম্পাদক: মোস্তাকিমা রহমান বিনিতা, জনসংযোগ ও বিপণন সম্পাদক: ফারহানা আলম রিয়া, যুগ্ম জনসংযোগ ও বিপণন সম্পাদক: সৌমিত্র রক্ষিত, ইভেন্ট ব্যবস্থাপনা সম্পাদক: মাহমুদুল হাসান মুন্না, যুগ্ম-ইভেন্ট ব্যবস্থাপনা সম্পাদক: মো. মিরাজুল ইসলাম রাজ,
পরিকল্পনা ও উদ্ভাবনী সম্পাদক: খাদিজা আক্তার জারা, ফটোগ্রাফি ও সিনেমাটোগ্রাফি সম্পাদক: মো. রাব্বি সরকার, জয়েন্ট ফটোগ্রাফি ও সিনেমাটোগ্রাফি সম্পাদক: মো. জাকিরুল ইসলাম,জয়েন্ট ফটোগ্রাফি ও সিনেমাটোগ্রাফি সম্পাদক: আবদুল্লাহ আল বেলাল,
সদস্যপদ ও নিয়োগ সম্পাদক: মাহেদি হাসান, যুগ্ম-সদস্যপদ ও নিয়োগ সম্পাদক: মো. সাব্বির হোসেন সুজা, কার্যনির্বাহী সদস্য: মো. রাকিবুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য: আতকিয়া আমিনা

ক্লাব সম্পর্কে জানতে চাইলে ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাবের সভাপতি তামান্না ফেরদৌস বলেন :- আমাদের ক্লাব হতে যাচ্ছে এমন একটি জায়গা যেখানে ভাষাগত জ্ঞান, দক্ষতা ও যোগাযোগ ক্ষমতার অন্বেষণ হবে দেশ থেকে দেশান্তরে।

আমরা শিক্ষার সর্বস্তরের সাথে কাজ করবো এবং নিশ্চিত করবো প্রত্যেকটি শিক্ষার্থী যেন পড়াশোনার পাশাপাশি আমাদের ক্লাবের সকল কার্যক্রম এর থেকে শিক্ষা নিয়ে নিজেদেরকে সুন্দরভাবে উপস্থাপন করতে পারে পুরো বিশ্বের কাছে।

আমাদের কাজকে আমরা ১২টি সেক্টরে বিভক্ত করেছি। ভাষাই শক্তি, তাই আমরা ভাষা শিখব,ছড়িয়ে দিব এবং উন্নতি সাধন করবো।

এ বিষয়ে ক্লাবের প্রধান উপদেষ্টা সহকারী অধ্যাপক আনিসুর রহমান বলেন- আমাদের প্রধান উদ্দেশ্য—শুদ্ধ ও সাবলীলভাবে ইংরেজি ভাষা নিজে শেখা এবং অন্যকে শেখানো।

ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের সদস্যরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের যোগ্যতা প্রমাণ করবে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে।

এ ক্লাবের সদস্যরা দেশের মধ্যে সঠিক ইংরেজি চর্চার বিকাশে কাজ করছেন। ক্লাবের কার্যক্রমের পরিধিও ভবিষ্যতে আরও বাড়বে বলে বিশ্বাস করি।

ফলে ক্লাবের সদস্যরা সার্বিক ইংরেজির দক্ষতা বৃদ্ধির পাশাপাশি নেতৃত্বচর্চার মাধ্যমে সমাজে শান্তি প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখতে পারবে।

Share Now

এই বিভাগের আরও খবর