বগুড়ায় স্বেচ্ছাসেবকদল নেতা মিজান হত্যা মামলার ২ আসামী গ্রেপ্তার

আপডেট: November 27, 2024 |
inbound3623292543281588297
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া সদর উপজেলার সেচ্ছাসেবক দলের আহবায়ক মিজানুর রহমান মিজান হত্যা মামলার পালাতক দুই আসামী বিদ্যুৎ ও রফিককে সিরাজগঞ্জ থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

২৭ নভেম্বর (বুধবার) বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) বিভিন্ন প্রযুক্তি ব্যবহসরের মাধ্যমে সিরাজগঞ্জের যমুনা সেতুর পশ্চিম থানার গোল চত্বর এলাকা থেকে তাদেরকে গ্রেফতসর করা হয়।

গ্রেফতারকৃত হলেন- বগুড়া সদরের গোকুল ইউনিয়নের পলাশবাড়ী কসাইপাড়া গ্রামের আবুল কালামের ছেলে মোঃ বিদ্যুৎ হোসেন(৩০) ও একই এলাকার বাসিন্দা সাহেব আলীর ছেলে মোঃ রফিকুল ইসলাম রফিক (ওরফ) ভোলা (৩২)।

উল্লেখ্য গত (৯ অক্টোবর)সোমবার দিবাগত রাত ৯ টার দিকে বগুড়া সদর ইউনিয়নের গোকুল মাজারের কাছে মিজান হামলার শিকার হন।

এসময় তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। পরে স্হানীয়রা মিজানুরকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বগুড়া গোয়েন্দা পুলিশ (ডিবি) সূত্রে জানা যায়,বিদ্যুৎ ও রফিকুল মিজান হত্যা মামলার অন্যতম আসামী ছিলেন।

Share Now

এই বিভাগের আরও খবর