হাসনাত আবদুল্লাহর গাড়িতে ফের ট্রাকের ধাক্কা

আপডেট: November 28, 2024 |
inbound741968939158305876
print news

আবারও দুর্ঘটনার শিকার হয়েছে হাসনাত আবদুল্লাহর গাড়ি।

আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে কুমিল্লা থেকে ঢাকায় ফেরার পথে রাজধানীর যাত্রাবাড়ীতে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, এর আগে রাজধানীর মাতুয়াইল ও গুলিস্তানে দুইবার দুর্ঘটনার শিকার হয় তাকে বহনকারী গাড়ি।

মাতুয়াইলে একটি ট্রাক তার গাড়িতে আঘাত করে পালিয়ে যায়। গুলিস্তানে আঘাত করে একটি মিনি ট্রাক।

এর আগে, চট্টগ্রামে নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের জানাজা শেষে ফেরার পথে হত্যাচেষ্টার শিকার হন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সদস্যসচিব সারজিস আলম।

বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ ঘটনা ঘটে।

এ ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেন সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহ। বুধবার রাতে একই ধরনের স্ট্যাটাসে সারজিস ও হাসনাত লিখেন, ‘মারবা? পারবা না। আমরা আবরার ও আলিফের উত্তরসূরী। মনে রেখো-শহীদেরা মরে না।’

Share Now

এই বিভাগের আরও খবর