বগুড়ায় নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

আপডেট: November 30, 2024 |
inbound1765767262808370376
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় প্রতিবেশী ভাড়াটিয়া বাড়ি থেকে সাড়ে চার বয়স বয়সী নিখোঁজ শিশু মাহাদী নামের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

২৯ নভেম্বর (শুক্রবার) সকাল ৮ টার দিকে বগুড়া শহরের চারমাথা ধমকাপাড়া এলাকায় প্রতিবেশীর ভাড়াটিয়া বাড়ি থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় জড়িত সন্দেহে এক নারীকে আটক করা হয়। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার ইন্সপেক্টর(তদন্ত)মোঃ মঈন উদ্দিন।

আটককৃত নারীর নাম তাহমিনা খাতুন।তিনি শিবগঞ্জ উপজেলাধীন জানগ্রাম এলাকার আনিস মন্ডলের স্ত্রী। তারা ধমকাপাড়ায় ভাড়া বাসায় থাকতেন।

পুলিশ কর্মকর্তা মঈন উদ্দিন বলেন,গত বৃহস্পতিবার বেলা ১১টার পর থেকে নিখোঁজ ছিল শিশু মাহাদী ইসলাম। আজ সকালে ওই এলাকার স্হানীয় প্রতিবেশী রতনের বাড়ির ভাড়াটিয়ার বাড়িতে আটক নারীকে এক বস্তার পাশে পায়চারি করতে দেখে সন্দেহ হয়।

এ সময় রতন ঘটনাটি এলাকাবাসীকে জানালে আটক ওই নারীর বাড়ি থেকে বস্তাবন্দি মাহাদীর মরদেহ উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন,মরদেহ উদ্ধারের পাশাপাশি একটি চিরকুট পাওয়া গেছে। সেখানে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবির ব্যাপারে লেখা আছে।

আমাদের ধারণা,মুক্তিপণের জন্য শিশু মাহাদীকে অপহরণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর