ডিসি সম্মেলন শুরু ১৬ ফেব্রুয়ারি

আপডেট: December 4, 2024 |
inbound1005526060385187598
print news

মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মুহাম্মদ মাহবুবুর রহমান জানিয়েছেন, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের বিদায়ের পর প্রথমবারের মতো অরাজনৈতিক সরকারের অধীনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) তিনি সাংবাদিকদের জানান, আগের বছরগুলোর ধারাবাহিকতায় আগামী বছরের ১৬-১৮ ফেব্রুয়ারি তিন দিনব্যাপী রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মাঠপর্যায়ে সরকারের প্রতিনিধি জেলা প্রশাসকদের এই সম্মেলন উদ্বোধন করবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

তিনি আরও জানান, সম্মেলনে প্রত্যেক বছরের মতো এবারও জেলা প্রশাসকদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে।

মন্ত্রিপরিষদ বিভাগের তত্ত্বাবধানে সম্মেলনে উপদেষ্টা-সচিবদের উপস্থিতিতে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে জেলা প্রশাসকদের প্রস্তাব নিয়ে আলোচনা এবং সেসব প্রস্তাবের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য, সরকারের কর্মকাণ্ড মাঠ পর্যায়ে ত্বরান্বিত করার পাশাপাশি নীতি নির্ধারণী বিভিন্ন বিষয় ও উন্নয়ন কর্মসূচি বিষয়ে জেলা প্রশাসকদের দিকনির্দেশনা দিতে আয়োজন করা হয় জেলা প্রশাসক সম্মেলন।

কেন্দ্রের নির্দেশনা মাঠ প্রশাসনের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি তৃণমূলের বাস্তবতা তুলে আনাও এই সম্মেলনের অন্যতম উদ্দেশ্য।

Share Now

এই বিভাগের আরও খবর