বগুড়ায় বিচারকের সিল-স্বাক্ষর জাল করার অভিযোগে গ্রেফতার ৩

আপডেট: December 4, 2024 |
inbound2815839179247641924
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিভিন্ন বিচারকের সিল ও স্বাক্ষর করে এভিডেভিড ও মামলার রায় নকল করার অভিযোগে তিন প্রতারককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

০৪ ডিসেম্বর (বুধবার) সন্ধ্যায় বগুড়া জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

এসময় তাদের নিকট থেকে জাল স্বাক্ষরিত এভিডেভিড করা স্ট্যাম্প উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত প্রতারক চক্রের তিন সদস্য হলেন-গাইবান্দা জেলা সদরের উত্তর গিদার গ্রামের মৃত-মুসলিম আলী’র ছেলে মোঃ সদরুল কবির (৪৮), বগুড়ার গাবতলী উপজেলার মকসদু গ্রামের মোঃ রেজাউল করিম এর ছেলে মোঃ ওহাব শিপন(৩০) ও একই উপজেলার মৃত- মমতাজ উদ্দিনের ছেলে মোঃ আক্তারুজ্জামান(৩৮)।তারা দীর্ঘ দিন থেকে এ প্রতারণার কাজের সাথে জড়িত।

জানা গেছে, বুধবার বগুড়া চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এ এস তাসকিনুল হক এর আদালতে মোছাঃ আসমা মাহবুব নামের এক ম্যাজিস্ট্রেটের সিল ও স্বাক্ষর জাল করা স্ট্যাম্প তদন্তে গেলে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এর নজরে আসে।

তিনি তাৎক্ষণিক আদালতকে জানান,বিচারক আসমা মাহবুব ২০২১ সালে বগুড়ায় কর্মরত ছিলেন। তিনি বদলি হয়ে যাওয়ার পরেও প্রতারক চক্র তার সিল ও স্বাক্ষর জাল করে প্রতারণা করে আসছে।

আদালত বিষয়টি ওসি ডিবি মুস্তফিজ হাসানকে জানালে গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে জেলা প্রশাসনের চত্বরে অবস্হিত স্ট্যাম্প ভেন্ডার দোকান থেকে তাদেরকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত সদরুল কবির আদালতে জানান,তাদের টিমে প্রায় ২০০শ জন প্রতারক দীর্ঘদিন যাবৎ এই প্রতারণা করে আসছে।

বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)’র (ওসি) মুস্তাফিজ হাসান জানান, বিচারকের সিল ও স্বাক্ষর জাল করার অভিযোগে তিন প্রতারককে গ্রেফতার করা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর