বগুড়ায় অগ্নিকান্ডের ক্ষতিগ্রস্হ এলাকা জামায়তের পরিদর্শন ও সহায়তা প্রদান

আপডেট: December 8, 2024 |
inbound8384805916828314779
print news

শাহজাহান আলী , বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া সদরের সাবগ্রামের ক্ষিদ্রধামায় অগ্নিক্নান্ডে ক্ষতিগ্রস্হ এলাকা বাংলাদেশ জামায়াতে ইসলামীর পরিদর্শন ও ক্ষতিগ্রস্হ ১০টি পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছেন।

০৮ ডিসেম্বর (রোববার) বেলা ৩ টার দিকে বগুড়া শহর জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল শনিবার বিকালে বগুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শক করেন ও তাদেরকে সান্তনা এবং ক্ষতিগ্রস্হ ১০টি পরিবারকে নগদ অর্থিক সহায়তা প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন শহর জামায়াতের সেক্রেটারী অধ্যাপক আ স ম আব্দুল মালেক, মালতিনগর সাংগঠনিক থানা আমীর অধ্যাপক আব্দুস সালাম তুহিন, সেক্রেটারী আব্দুল হাদি শফিক, বাঘোপাড়া সাংগঠনিক থানা আমীর অধ্যক্ষ ইকবাল হোসেন, ইউনিয়ন আমীর অধ্যাপক হারুনার রশিদ সরকার, সেক্রেটারী অধ্যাপক আজিজার রহমান, মাওলানা মিনহাজুল ইসলাম, শহিদুল ইসলাম প্রমুখ।

Share Now

এই বিভাগের আরও খবর