নির্বাচন নিয়ে পরিকল্পনা উপদেষ্টার মন্তব্য ব্যক্তিগত: প্রেস উইং

আপডেট: December 9, 2024 |
inbound837761731731273076
print news

দেশে আগামী বছর রাজনৈতিক সরকার আসতে পারে বলে পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টার মন্তব্য ব্যক্তিগত বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর।

তিনি বলেন, পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ নির্বাচন নিয়ে একটি ব্যক্তিগত মতামত দিয়েছেন। তিনি বলেছেন- আগামী বছর নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। এটি তার ব্যক্তিগত মতামত।

রোববার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে অপূর্ব জাহাঙ্গীর এসব কথা বলেন।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর বলেন, প্রধান উপদেষ্টার পক্ষ থেকে নির্বাচন বিষয়ক কোনো ঘোষণা আসেনি। প্রধান উপদেষ্টা ও নির্বাচন কমিশন থেকে এই বিষয় ঘোষণা আসবে।

কবে ঘোষণা আসতে পারে এই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, যখন ঘোষণা আসবে তখন সবার আগে আপনারা জানতে পারবেন।

এই সময় আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মো. শফিকুল আলম, উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

গত ৭ ডিসেম্বর সকালে রাজধানীর গুলশানে লেকশোর হোটেলে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) উদ্যোগে আয়োজিত বার্ষিক উন্নয়ন সম্মেলনে অংশ নিয়ে উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, আগামী বছরই দেশে রাজনৈতিক সরকার আসতে পারে।

Share Now

এই বিভাগের আরও খবর