বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ

আপডেট: December 11, 2024 |
inbound8416369838304952091
print news

খায়রুল ইসলাম নামে এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

গতকাল মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাতে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর সীমান্তে এ ঘটনা ঘটে।

খায়রুল ইসলাম (২৮) শ্রীরামপুর ইউনিয়নের খেংটি গ্রামের বাসিন্দা অহির উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, ভারত-বাংলাদেশ সীমান্তের প্রধান পিলার ৮৪৩ ও উপপিলার ৪ নম্বরের পানিশালা সীমান্ত এলাকা দিয়ে ৪/৫ জনের একটি চোরাকারবারি দল ভারতীয় বিভিন্ন পণ্য পাচার করতে থাকে।

এ সময় ভারতীয় জলপাইগুড়ি ৯৮ বিএসএফ ব্যাটালিয়নের পানিশালা বিএসএফ ক্যাম্পের টহল দলের সদস্যরা চোরাকারবারিদের ধাওয়া করেন।

এ সময় অন্যরা পালিয়ে গেলেও খায়রুলকে আটক করে বিএসএফ। ভারতের মেখলিগঞ্জ থানায় খায়রুলকে হস্তান্তর কার বিএসএফ।

বিজিবির স্থানীয় পঁয়ষট্টিবাড়ী ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার আব্দুর রহিমের সঙ্গে এ ব্যাপারে কথা বললে তিনি বিস্তারিত জানাতে রাজি না হয়ে ব্যাটালিয়নের অধিনায়কের সঙ্গে কথা বলতে বলেন।

রংপুর বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৬১ ব্যাটালিয়ন (তিস্তা-২)-এর অধিনায়ক শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুম বলেন, মূলত বিএসএফ যাকে আটক করে নিয়ে গেছে সে চোরাকারবারি। ভারতের অভ্যন্তরে পানিশালা নামক এলাকা থেকে তাকে আটক করেছে বিএসএফ।

Share Now

এই বিভাগের আরও খবর