স্বাধীনতা বিক্রি করা আ.লীগ এখন ভারতে পালিয়েছে: জামায়াত আমির

আপডেট: December 16, 2024 |
inbound6816888932658787974
print news

স্বাধীনতা বিক্রি করা আওয়ামী লীগ এখন ভারতে পালিয়ে আছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, যে জাতি তাদের উচিৎ শিক্ষা দিয়ে দেশ থেকে বিতাড়িত করেছে, সে জাতি তাদের সব ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত।

সোমবার (১৬ ডিসেম্বর) রাজধানীর বিজয়নগর পানির ট্যাংক মোড়ে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি একথা বলেন।

জামায়াতের আমির হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামীতে এ দেশে কেউ তাবেদারি তৈরি করতে এলে ছাড় দেয়া হবে না। বারবার বুকের রক্ত দিয়ে স্বাধীনতা আনা জাতির সন্তানরা তাদের স্বাধীনতা আর ছিনতাই হতে দেবে না।

শেখ হাসিনার পরিবারকে উদ্দেশ্য করে ডা. শফিকুর রহমান বলেন, একটি পরিবার স্বাধীনতার ক্রেডিট হাইজ্যাক করে বাংলার আপামর জনতাকে স্বাধীনতাবিরোধী হিসেবে উপস্থাপন করেছিল।

জামায়াত আমির বলেন, একজন নাগরিকও যেন ভোটার তালিকা থেকে বাদ না পড়েন- এজন্য সরকারকে উদ্যোগ নিতে হবে। সরকারকে সর্বোচ্চ নিরপেক্ষ ও স্বচ্ছতার মাধ্যমে নির্বাচন সম্পন্ন করতে হবে। জনগণ জামায়াতকে দেশ পরিচালনার দায়িত্ব দিলে দেশ বিগত দিনের মতো বিক্রি হবে না।

তিনি আরও বলেন, বাংলাদেশ স্বাধীন হয়েছিল ১৯৭১ সালে, কিন্তু শোষণ থেকে মুক্তি পেতে অপেক্ষা করতে হয়েছে ২০২৪ সাল পর্যন্ত। ২০২৪ এর স্বাধীনতা যেন কেউ হাইজ্যাক করে না নিতে পারে- এজন্য বাংলার ১৮ কোটি মানুষকে পাহারা দিতে হবে।

Share Now

এই বিভাগের আরও খবর