আমি হলাম ফিনিশার , আমার কাজটা হলো মারা : শামীম হোসেন

আপডেট: December 19, 2024 |
boishakhinews 31
print news

পার্টি গ্যালারিতে স্টাসি বালকম্বেবেশ প্রশ্ন করলেন, আপনাদের অধিনায়ক প্রতি বলেই খেলোয়াড়দের সরাচ্ছে কেন? দর্শকদেরও নজর এড়ায়নি সেটা। লিটন এই সিরিজে অধিনায়ক হয়েছেন নাজমুল হোসেন শান্ত না থাকায়। পারভেজ হোসেনের জায়গা হয়েছে তাওহিদ হৃদয় ও নাজমুল দলে নেই বলে। সুযোগ কাজে লাগাচ্ছেন এ দুই ক্রিকেটার।দ্বিতীয় টি ২০ ম্যাচে ১২৯ করেও বাংলাদেশ জিতেছে ২৭ রানে। ম্যাচসেরা শামীম হোসেন।

লিটন রান পাচ্ছেন না বলে মন খারাপ সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিনের। তবে রানখরার মধ্যে থাকা লিটন দেশের মানুষের মুখে হাসি ফোটাতে পেরে খুশি। তিনি বলেন, ‘এরকম জয়ের আশায় ছিলাম আমরা। পুরো দেশের মানুষই খুশি।’

ম্যাচ শেষ হওয়ার পর বাংলাদেশ থেকে ফোন দিয়েছিলেন শামীমের স্ত্রী। কথা শেষ না হতেই সাংবাদিকদের খপ্পরে পড়তে হয় তাকে। এই ব্যাটারের বিশ্বাস ছিল তিনি দলে ফিরবেন। দলে ফিরলে সুযোগ কাজে লাগাবেন। শামীম বলেন, ‘অনেকদিন পর জাতীয় দলে ফিরেছি। এর মধ্যে কাজ কম করিনি। আমি হলাম ফিনিশার। আমার কাজটা হলো মারা। উইকেটে নামলে আমি সেটাই মাথায় রাখি।’ আর্নোস ভ্যালে যেন মিরপুরের উইকেটের ছায়া। বাংলাদেশকে সমর্থন দিচ্ছে। এই মাঠে পাঁচ টি ২০ খেলে বাংলাদেশের জয় এখন চারটিতে। সেন্ট কিটস থেকে বাংলাদেশ দল যে রূপ দেখে এসেছে, সেন্ট ভিনসেন্টে তার বিপরীত চিত্র।

 

Share Now

এই বিভাগের আরও খবর