মোরেলগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে পশু জবাই, মোবাইল কোর্টে জরিমানা 

আপডেট: December 20, 2024 |
inbound1600568709318187978
print news

এনায়েত করিম রাজিব, বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জে পশু জবাইকারীর লাইসেন্স না থাকা, সঠিক বর্জ্য ব্যাবস্থাপনা না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশে পশু জবাই করে মাংস বিক্রির অপরাধে ৫ জন পশু জবাইকারী ও মাংস বিক্রেতাকে মোট ৩৯০০০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার ভোর থেকে মোরেলগঞ্জের বিভিন্ন জায়গায় এ অভিযান পরিচালিত  হয়।

ভ্রাম্যমান আদালত জানায়, এ উপজেলায় যারা গরু জবাই এবং বিক্রি করে তাদের নামে অস্বাস্থ্যকর পরিবেশে পশু জবাই,সঠিক বর্জ্য ব্যবস্থাপনা না থাকার অভিযোগ আসে, এ অভিযোগের সূত্র ধরেই বৃহস্পতিবার ভোর ৬টায় পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন ২০১১ অনুযায়ী ৫ জন পশু জবাইকারী ও মাংশ বিক্রেতাকে মোট ৩৯০০০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল ইসলাম মোবাইল কোট পরিচালনা করেন, এসময় তিনি বলেন এমন অভিযান চলমান থাকবে অবশ্যই সকল পশু জবাইকারীর লাইসেন্স থাকতে হবে,সঠিক বর্জ্য ব্যাবস্থাপনা থাকতে হবে এবং স্বাস্থ্যকর পরিবেশে মাংস বিক্রি করতে হবে। এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Share Now

এই বিভাগের আরও খবর